প্রথম পাতা খবর অবশেষে ৮টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিল বিজেপি

অবশেষে ৮টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিল বিজেপি

75 views
A+A-
Reset

ডেস্ক: অবশেষে ৮টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিল বিজেপি। পিএসসি বিতর্কে সমস্ত স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়ে দিল বিজেপি। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার প্রতিবাদে এই ইস্তফা বলে জানা গিয়েছে। সম্প্রতি মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা হয়। আর এই প্রসঙ্গে বিধানসভার স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন শুভেন্দুরা। তবে রাজভবনে যাওয়ার আগে বিধানসভার আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির বিধায়করা। মকুল রায়কে পিএসি চেয়াম্যান ঘোষণার দিনেই এই কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বিজেপি বিধায়করা বিধানসভার যে সমস্ত কমিটির চেয়ারম্যান হয়েছেন, সে সমস্ত পদ থেকে ইস্তফা দেবেন। মঙ্গলবার সেই মতোই দুপুরে বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র তুলে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে। অধ্যক্ষ তা নেন। খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তিনি।

আরও পড়ুন: সঠিক সময়ে উপনির্বাচন করানোর দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল


মঙ্গলবার পরিষদীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান আট বিজেপি — বিধায়ককৃষ্ণা কল্যাণী, মনোজ টিগ্গা, নিখিল রঞ্জন দে, বিষ্ণু প্রসাদ শর্মা, দীপক বর্মন, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন ও অশোক কীর্তনিয়া। কালিম্পংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, “আমরা যে আটজন বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদে ছিলাম, সেখান থেকে ইস্তফা দিলাম। অধ্যক্ষ বলেছিলেন, এটা আপনাদের সুযোগ ছিল। আপনারা অনেক কিছু করতে পারতেন দফতরের জন্য। তবে আমরা এটা প্রতিবাদ হিসাবে জমা দিলাম। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.