ডেস্ক: টোকিও অলিম্পিক্সে রোয়িং-এ সেমিফাইনালে উঠে ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন অর্জুন লাল জাঠ ও অরবিন্দ সিংহের জুটি। রোয়িংয়ে যতটা আশা করা হয়েছিল, তার থেকে বেশি ভাল পারফরম্যান্স করলেন ভারতের দুই রোয়ার অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং ৷ পুরুষ রোয়িংয়ে লাইটওয়েট ডাবল স্কালসের রেপেচাজের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুটি।
এই প্রতিযোগিতা শেষ করতে ভারতীয় জুটির সময় লেগেছে ৬:৫১.৩৬। অর্জুন লাল ও অরবিন্দ সিং ৬ দলের মধ্যে তিন নম্বরে শেষ করেন। এর পাশাপাশি সেমিফাইনালে জায়গা করে নেন অর্জুন-অরবিন্দ জুটি। ভারত ছাড়াও এই ইভেন্টে সেমিফাইনালে উঠেছে পোল্যান্ড ও স্পেন। হিট-১ থেকে সেমিফাইনালে উঠেছে ইউক্রেন, কানাডা ও উরুগুয়ে।
সি ফরেস্ট ওয়াটারওয়েতে অর্জুন ও অরবিন্দ ৬:৫১.৩৬ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে তৃতীয় স্থান পেলেন।। দ্বিতীয় স্থান পেয়েছেন স্পেনের কেতানো হোর্তা পোম্বো ও মানেল বালাস্তেগুই। তাঁরা ৬:৪৫.৭১ মিনিটে শেষ করেছেন।পোল্যান্ডের জের্জি কোয়ালস্কি ও আর্টার মিকোলাজেস্কি ৬:৪৩.৪৪ মিনিটে রোয়িং শেষ করে প্রথম স্থান পেয়েছেন। আগামী মঙ্গলবার, ২৭ জুলাই সেমিফাইনালে নামবেন অরবিন্দ ও অর্জুন।
আরও পড়ুন: টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক, ভারোত্তোলনে রূপো পেলেন মীরাবাঈ চানু
রেপেচেজসের যোগ্যতা অর্জন পর্বের মতো এই রাউন্ডেও বাউয়ারের ভূমিকা পালন করেন অর্জুন লাল জাঠ। স্ট্রোকারের ভূমিকা পালন করেন অরবিন্দ সিং। অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং। তাঁদের কাছ থেকে পদক আশা করছেন দেশের ক্রীড়া প্রেমীরা।