প্রথম পাতা বিনোদন নতুন ভাবনার গান এবং বাংলায় ও ও টি টি প্লাটফর্ম

নতুন ভাবনার গান এবং বাংলায় ও ও টি টি প্লাটফর্ম

337 views
A+A-
Reset

সাধনা দাস বসু : ১৫ই আগস্টের ভাবনা নিয়ে অভিজিৎ পাল তৈরি করে ফেলেছেন তাঁর নতুন গান- “এদেশ আমার জন্মভূমি”। নিজের লেখা গানের সঙ্গে মিশিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা “ধন ধান্য পুষ্পভরা” র শেষের কয়েকটি লাইন। অভিনব কিছু করার চিন্তা ভাবনা থেকেই অভিজিতের এই গানে রয়েছে চমক। গানটি একই সঙ্গে ছ’টি ভাষায় গাওয়া হয়েছে – বাংলা , অসমিয়া , মালায়ালম , তামিল , তেলগু ও নেপালি।

” এ দেশ আমার জন্মভূমি” তে গলা মিলিয়েছেন , ঊষা উথুপ , রূপঙ্কর বাগচী , গৌরব সরকার , গুরজিৎ সিং , জ্যোতি শর্মা ( অসমিয়া ) , নিম্মি প্রিয়া ( মালয়ালম ) , অরূপ চৌধুরী ( তামিল ) মহেশ ধীরা ( তেলেগু ) এবং আরমান লামা ( নেপালি )।

আরও পড়ুন: ডিসেম্বরেই সাত পাকে বাধা পড়তে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

এই গানের হাত ধরে প্রথমবার বাংলায় আত্মপ্রকাশ করতে চলেছে এক বিশেষ OTT প্লাটফর্ম – FMD। যেখানে বিশেষ করে বাংলা গান , নাটক ও সিনেমা সর্বভারতীয় ভাবে মুক্তি পাবে। ৫ আগস্ট কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই গানের পোস্টার প্রকাশ হলো।
সেই সঙ্গে ঘোষণা করা হলো OTT প্লাটফর্ম এর নাম।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.