ডেস্ক: বার্সেলোনার সংসার ত্যাগ করে এবার মেসি ম্যাজিকের নতুন গন্তব্য প্যারিস। প্যারিস সাঁ-জাঁতেই যোগ দিতে চলেছেন লিওনেল মেসি। দু’বছরের চুক্তিতে লিগ ওয়ান ক্লাবে সই করবেন আর্জেন্তাইন তারকা।
বিমানের ভেতর থেকে স্ত্রীর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট। তাঁর সঙ্গে স্প্যানিশ ভাষায় যা লেখা, তা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়,”আবার আমরা একসাথে। নতুন অ্যাডভেঞ্চারের পথে।” সেখান থেকেই শুরু জল্পনা। মেসি কি তবে প্যারিসের পথে? মেসির বিমান বিমানবন্দর ছোঁয়ার আগেই সেখানে পৌঁছে যান তাঁর বাবা। সাংবাদিকদের প্রশ্ন, ছেলে কি প্যারি সাঁজাঁতে? ছোট্ট উত্তর, হ্যাঁ।
আরও পড়ুন: বিদায় মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেন মেসি
স্কাই স্পোটর্স, ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানোসহ একাধিক সংস্থার রিপোর্ট অনুযায়ী মেসির এজেন্ট তথা তাঁর বাবা জর্জ মেসি এবং তাঁর আইনজীবিরা বেশ কিছুদিন আলাপ আলোচনা এবং সবদিক খতিয়ে দেখার পর পিএসজির সঙ্গে সম্পূর্ণ চুক্তিতে পৌঁছেছেন ‘এলএম১০’।
বার্সেলোনা ছাড়ার পর পিএসজি-তেই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা যাচ্ছিল। প্রাক্তন সতীর্থ নেমারের সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন মেসি। সেই সঙ্গে ফরাসি লিগের এই ক্লাবে রয়েছেন আর্জেন্তিনা দলে মেসির সতীর্থ তথা কোপা আমেরিকা ফাইনালে গোল করে দেশকে ট্রফি এনে দেওয়া অ্যাঙ্খেল দি মারিয়াও।