প্রথম পাতা খবর ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের নতুন কর্ম সমিতি গঠন

ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের নতুন কর্ম সমিতি গঠন

306 views
A+A-
Reset

ডেস্ক: ক্যালকাটা জার্ণালিস্টস্ ক্লাবের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো , ২২ আগস্ট রবিবার , কলকাতার সুবর্ণ বণিক সমাজ সভাগৃহে। সভার শুরুতে , গত দু’ বছরে যেসব সাংবাদিক ও চিত্রসাংবাদিককে আমরা হারিয়েছি তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের জন্য নীরবতা পালন করা হয়। এরপর বিগত সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক রাহুল গোস্বামী। তিনি বলেন , এই অতিমারির সময়কালে অনেক ক্লাব বন্ধ হয়ে গেছে। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের ক্লাব চলেছে। এর জন্য তিনি ক্লাবের সদস্য , কর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

২০২১ – ২৩ সালের জন্য নতুন কর্ম সমিতি ঘোষণা করেন নির্বাচন কমিশনার শম্ভু প্রসাদ সেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কর্ম সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রান্তিক সেন। সাধারণ সম্পাদক হয়েছেন ইমন কল্যাণ সেন। কোষাধ্যক্ষ সাধনা দাস বসু। এছাড়াও আরো কুড়িজন কর্ম সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সম্পাদক ইমনকল্যাণ সেন সুষ্ঠুভাবে কাজ চালানোর জন্য সংগঠনের সদস্যদের সহযোগিতা চান। আগামী ২৮ আগস্ট নতুন কর্ম সমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.