ডেস্ক: মঙ্গলবার আফগানিস্তান থেকে ভারতে আসা ৭৮ জনকে উদ্ধার করে দেশে ফেরানো হয়েছিল, তাঁদের মধ্যে ১৬ জনের শরীরেই মিলেছে মারণ ভাইরাসের হদিশ। শুধু তাই নয়, গতকাল যাঁরা আফগানভূমি থেকে গুরু গ্রন্থসাহিব নিয়ে ফিরেছিলেন, সেই তিন শিখও সংক্রমিত বলে জানা গিয়েছে। যা যথেষ্ঠ উদ্বেগ তৈরি করেছে। করোনার চোখ রাঙানির মাঝেই উদ্ধারকার্য চালানো হচ্ছে আফগানিস্তানে।
আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় ও বেশ কিছু আফগান বাসিন্দাদেরও ফিরিয়ে আনা হচ্ছে। যাত্রীরা বিমানবন্দরে পৌঁছতেই করোনা পরীক্ষা করা হচ্ছে, দেওয়া হয়েছে পোলিও টিকাও। মঙ্গলবারই কেন্দ্রের তরফে জানানো হয়, আফগানিস্তান ফেরত সকলকেই কোয়ারেন্টাইনে রাখা হবে। সেই নির্দেশ অনুযায়ীই ৭৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যেই ১৬ যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। জানা গিয়েছে, আক্রান্তদের সকলেই উপসর্গহীন।
আরও পড়ুন: আফগানবাসীকে দেশ-ছাড়ার উসকানি দেওয়া বন্ধ করতে হবে, হুমকি তালিবানের
গতকাল আফগানিস্তান থেকে আসা গ্রন্থসাহিব মাথায় করে নিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। প্রসঙ্গত, যে তিনজন শিখ গুরুগ্রন্থ নিয়ে আসেন তাঁদের দেহে করোনা থাবা বসেছে। গ্রন্থসাহিব বেশ কয়েকটি গুরুদওয়ারায় নিয়ে যাওয়া হয়। প্রচু র মানুষ দিল্লি বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সেটি ছুঁয়ে দেখার জন্য। সুতরাং, তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইন করার প্রস্তুতি চলছে।