প্রথম পাতা খবর মুখ্যমন্ত্রীই ত্রাতা, কাটল জট আইএসএল খেলবে ইস্টবেঙ্গল

মুখ্যমন্ত্রীই ত্রাতা, কাটল জট আইএসএল খেলবে ইস্টবেঙ্গল

300 views
A+A-
Reset

ডেস্ক: ফের মুখ্যমন্ত্রীই ত্রাতা। বুধবার মমতার হস্তক্ষেপেই শ্রীসিমেন্ট ও ইস্টবেঙ্গলের দীর্ঘ চুক্তি জটিলতা কেটে গেল। কোটি-কোটি লাল-হলুদ সমর্থক আজ হাঁফ ছেড়ে বাঁচলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একেবারে হাসিমুখে হাত মিলিয়ে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্তারা জানালেন, এবার আইএসএলে খেলছেন তাঁরা। ফের লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাবে খুশির হাওয়া।


দীর্ঘদিনের জট কাটাতে বুধবার নবান্নে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর মমতা বলেন, ‘যেটা নিয়ে অনিশ্চয়তা চলছিল, (সেটা কেটে গিয়েছে)। আমিও খুব রেগে গিয়েছিলাম। আমি ওদের কাছে একটা অনুরোধ করেছিলাম।’ সঙ্গে জানিয়ে দেন, ইস্টবেঙ্গলের সমস্যা মিটে গিয়েছে। জট কেটে গিয়েছে। ইস্টবেঙ্গল আইএসএলে থাকছে। ‘খেলা হবে’।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষিকাদের জন্য রাজ্য সরকার কী কী করেছে, ফেসবুক পোস্ট করে আন্দোলনকারীদেরও বিঁধলেন ব্রাত্য বসু


শ্রী সিমেন্টের এক কর্তা বলেন, “আমরাও চাই এখানে খেলা হোক। কিছু একটা সমস্যার ছিল যার জন্য টার্মশিটের পর চূড়ান্ত চুক্তিপত্রে সই করতে পারিনি। কিন্তু শেষ এক বছর ধরে চেষ্টা করেছি। যাই হোক! আপনি যখন অনুরোধ করেছেন, আমরা ঠিক করেছি যে, এই বছর আইএসএল খেলব।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.