প্রথম পাতা খবর ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী Priyanaka Tiberwal

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী Priyanaka Tiberwal

285 views
A+A-
Reset

ডেস্ক: ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। রাজ্য বিজেপিতে নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ‘ভোট পরবর্তী হিংসা’ মামলাতে আইনজীবী হিসেবে লড়াই করেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

আরও পড়ুন: বুধবার ত্রিপুরার রাজধানী আগরতলায় পদযাত্রাও করবেন অভিষেক


২০১৪ সালে বিজেপিতে যোগ দেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। একসময়ে বাবুল সুপ্রিয় আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। জাতীয় ও রাজ্যের সংবাদমাধ্যমের বিভিন্ন ডিবেট শো’য়ে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ফলে দলের মধ্যে অত্যন্ত লড়াকু নেত্রী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা টিব্রেওয়াল একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে এন্টালি থেকে প্রার্থী করা হলেও সেখানে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হেরে যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে দাঁড় করানো একপ্রকার পুরস্কারস্বরূপই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.