প্রথম পাতা খবর সৌরভকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, চিকিৎসায় সাহায্যের আশ্বাস

সৌরভকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, চিকিৎসায় সাহায্যের আশ্বাস

749 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ফোন করে খবর নিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসার জন্যে কোনও সাহায্যের প্রয়োজন রয়েছে কিনা তাও জানতে চান প্রধানমন্ত্রী। চিকিৎসার প্রয়োজনে দিল্লি বা অন্য দেশে যাওয়ার দরকার হলে সেটা করতেও কেন্দ্র সহায়তা করবে বলে সৌরভকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সোমবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভকে দেখতে হাসপাতালে আসতে পারেন বিসিসিআই সচিব জয় শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সৌরভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শনিবার থেকেই বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও হাসপাতালে ফোন করে খোঁজ খবর নেন। 

রাজ্য বিজেপির নেতাদের অনেকে হাসপাতালে যাওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সৌরভের আরোগ্য কামনা করেন। পাশাপাশি সক্রিয় ছিল তৃণমূলও। উদ্বেগ প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় হাসপাতালে যান সৌরভকে দেখতে।

মমতা ছাড়াও শনিবার হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস,  লক্ষ্মীরতন শুক্লা। রবিবারও বজায় থাকল সেই ধারা। সকালেই হাসপাতালে গিয়েছিলেন শিলিগুড়ির পুরপ্রশাসক অশোক ভট্টাচার্য। যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কংগ্রেসের রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্যও। সন্ধ্যায় যান বাংলা সফরে থাকা উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.