প্রথম পাতা জীবনযাপন ময়শ্চারাইজার টেনে নিচ্ছে রুক্ষ ত্বক, কী ভাবে বজায় থাকবে মসৃণ পেলবতা?

ময়শ্চারাইজার টেনে নিচ্ছে রুক্ষ ত্বক, কী ভাবে বজায় থাকবে মসৃণ পেলবতা?

443 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : ময়শ্চারাইজার ব্যবহারেও নেই রেহাই। শীতকাল মানেই শুষ্ক, খসখসে, প্রাণহীন ত্বক। খসখসে কনুই, ফাটা গোড়ালি। কী ভাবে যত্ন নিলে শীতেও হাত-পা থাকবে কোমল? আসুন দেখে নিই।

• কাজ শুরুর আগে হাতে নারকেল তেল লাগান। জলের কাজ করতে হলে ময়শ্চারাইজার লাগিয়ে গ্লাভস পরুন। যতটা সম্ভব কম গরম জল ব্যবহার করুন।

• হাত ধোয়ার জন্য ব্যবহার করুন ক্রিম বেসড হ্যান্ডওয়াশ। যত বার হাত ধোবেন, তত বার হ্যান্ড ক্রিম বা বডিবাটার লাগান। 

• নরম হাত পেতে পরিমাণমতো চায়ের লিকারের সঙ্গে শসার রস ও এক ফোঁটা কর্পূর মিশিয়ে ফ্রিজে রাখুন। হাতের টোনার হিসেবে কাজ করবে। 

• রাতে ঘুমোনোর আগে ক’ফোঁটা অলিভ অয়েল বা নারিশিং ক্রিম হাতের তালু, তালুর পিছন দিক, আঙুল, কব্জি থেকে কনুই পর্যন্ত মাসাজ করুন।

 • রুক্ষ পায়ের জন্য পরিমাণমতো পাকা কলা, পাকা পেঁপে, আপেল, কয়েক ফোঁটা অলিভ অয়েল, সামান্য দুধের সরের মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট রেখে, ধুয়ে ময়শ্চারাইজ়ার লাগান। 

• গরম জলে শ্যাম্পু বা বাথ সল্ট ফেলে ১৫ মিনিট পা ডুবিয়ে রাখুন। আরামের সঙ্গে ত্বক পেলব হবে। ময়শ্চারাইজ়ার লাগিয়ে অবশ্যই মোজা পরবেন। 

• হাঁটু ও গোড়ালির রুক্ষতায় পাতিলেবুর সঙ্গে চিনির কয়েকটি দানা ফেলে কনুই বা গোড়ালিতে ঘষুন। কাঁচা হলুদ বাটা, কমলালেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে লাগালে ত্বক পেলব হবে।  

• ত্বকের যত্নে টক দই, ডিমের কুসুম, মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু ও কমলালেবুর রস ভালো করে লাগিয়ে মিনিট পনেরো রাখুন। ধুয়ে নিয়েই ব্যবহার করতে পারেন বডি ক্রিম, বডি বাটার, বডি লোশন বা বডি ইয়োগার্ট।

ত্বক সুন্দর ও নরম রাখার ‘কি’ ফ্যাক্টর হল ত্বককে ময়শ্চরাইজড রাখা। শত ব্যস্ততাতেও ধরে এই আর্দ্রতাকে ধরে রাখতেই হবে। তবেই হাত-পায়ের স্পর্শ হবে নরম ও পেলব।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.