প্রথম পাতা খবর উৎসবের মরশুমে নির্দিষ্ট গাইডলাইন চেয়ে হাই কোর্টে মামলা

উৎসবের মরশুমে নির্দিষ্ট গাইডলাইন চেয়ে হাই কোর্টে মামলা

276 views
A+A-
Reset

ডেস্ক: গত বছর পুজোয় আদালতের নির্দেশে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় কলকাতাবাসীর ‘ঠাকুর দেখা।’ বছর ঘুরে আবারও আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উৎসবের মরশুমে বিপদ বাড়বে না তো? সেই কথা মাথায় রেখেই আবারও জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। গত বছরের মতো এবারও মণ্ডপ দর্শণ বন্ধ রাখার নির্দেশ বহাল রাখতে আবেদন জানানো হল আদালতে।


এ বছরও সেই গাইডলাইন বেঁধে দেওয়ার দাবিতে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে্র ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে দায়ের হয়েছে মামলাটি। শুক্রবার তার শুনানি হওয়ার কথা। করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেই এই জনস্বার্থ মামলা করা হয়েছে। মামলাকারীর আবেদন, হাইকোর্ট গত বছর যে নির্দেশিকা জারি করেছিল সেটাই এ বছরও বলবৎ থাকুক। আইনজবী সব্যসাচী চট্টোপাধ্যায় দাবি  করেছেন, গতবারে হাইকোর্টের নির্দেশে কারণেই করোনার সংক্রমণ অনেকটা ঠেকানো সম্ভব হয়েছিল। 

আরও পড়ুন: বাঙালির হারিয়ে যাওয়া নস্টালজিয়াকে ফ্রেমবন্দি করার দায়িত্ব নিলেন অভিনেতা সমদর্শী দত্ত


গত বছর দুর্গাপুজোয় মণ্ডপ দর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের কড়া কোভিডবিধি মানতে হয়েছিল। মাস্ক না পরে মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ ছিল। মণ্ডপ থেকে দর্শনার্থীদের ৬ ফুট দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজারের ব্যবস্থা রাখা-সহ একাধিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়েছিল। হাই কোর্টের নির্দেশ মেনে সেসব প্রতিটি পূজামণ্ডপে যাতে মেনে চলা হয়, সেদিকে কড়া নজর রেখেছিল রাজ্য সরকার। এবছরও যাতে আদালত নির্দিষ্ট কিছু নিয়মকানুন কড়াভাবে পালনের নির্দেশ দেন, তার জন্য এদিনের জনস্বার্থ মামলা। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.