ডেস্ক: ভবানীপুরে পরাজিত হওয়ার পর নিজেকে ম্যান অফ দ্য ম্যাচ বলে দাবি করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে ২৫ হাজারের বেশি ভোট প্রাপ্তিকে যথেষ্ট কৃতিত্বের বলেই মনে করছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী৷ ভবানীপুরে ছাপ্পা ভোট হয়েছে। হারের পর এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।একইসঙ্গে মমতাকে অভিনন্দন জানাতেও ভোলেননি তিনি।
প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘এইখেলায় আমিই ম্যান অফ দ্য ম্যাচ৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে তাঁর বিরুদ্ধে লড়াই করে আমি ২৫ হাজারের বেশি ভোট পেয়েছি৷ আমি পরিশ্রম চালিয়ে যাবো৷’ তিনি বলেন, “মানুষকে যদি ভোট দিতে দিত তাহলে কী ফলাফল হত সেটা আমরা, আপনারা সকলেই জানতেন। ৮২ ওয়ার্ডের চিত্র যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে পরিমাণে ওখানে ভোট পড়েছে তা পুরো ছাপ্পা ভোট। ফেক ভোটিং হয়েছে। আমি নিজেই তো ধরেছিলাম অনেককে সেখানে। সংবাদমাধ্যমের সামনেই সেই ছবি প্রকাশ্যে এসেছিল। আমি ১০১ শতাংশ নিশ্চিত ছাপ্পা ভোটের বিষয়ে।
আরও পড়ুন: জিজ্ঞাসাবাদের পর মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান
তিনি বলেন, ‘একটি নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থীর জয়, পরাজয় হয় না৷ পুরোটাই নির্ভর করে তাঁর সংগঠনের উপরে৷ ভবানীপুরে আমাদের সংগঠন যে দুর্বল ছিল, সেকথা স্বীকার করতে হবে৷’