প্রথম পাতা খবর পুজোর আগেই মমতাকে পিয়ানিকা উপহার দিলেন বাবুল

পুজোর আগেই মমতাকে পিয়ানিকা উপহার দিলেন বাবুল

282 views
A+A-
Reset

ডেস্ক: তৃণমূলের কর্মসূচি-মঞ্চে প্রথমবার বাবুল সুপ্রিয়র। নজরুল মঞ্চে দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান। এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দুর্গা পুজোর উপহার তুলে দিলেন বাবুল সুপ্রিয়৷ আর বাবুলের দেওয়া ছোট্ট উপহার পেয়ে বেজায় খুশি মুখ্যমন্ত্রীও৷ সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রীর পছন্দের কথা মাথায় রেখেই তাঁর জন্য উপহার বেছেছেন বাবুল।

আরও পড়ুন: সশরীরে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রুজিরা


সভামঞ্চে এ দিন মমতাকে পিয়ানিকা উপহার দেন বাবুল। এই বাদ্যযন্ত্রটি বাজাতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী। সেটি উপহার হিসেবে পেয়ে বেজায় খুশি মমতা। তিনি বলেন,”এই দেখো বাবুল আমায় উপহার দিচ্ছে। একবার আমি চেয়েছিলাম এটা। আমার ফেভারিট। ২৩ জানুয়ারির অনুষ্ঠানে দেখেছিলাম। একজন লাল কালারের বাজাচ্ছিল। আমাকে নীল দিয়েছে। দারুণ দারুণ। এটা আমার কাজে লাগবে।”  কীভাবে বাদ্যযন্ত্রটি বাজাতে হয়, মুখ্যমন্ত্রীকে তা হাতে কলমে দেখিয়েও দেন বাবুল সুপ্রিয়৷ মমতাও হাসতে হাসতে বলেন,”বাবুল গাইবে। আমি বাজিয়ে দেব। এটা প্র্যাকটিস করতে হবে। হারমোনিয়ামের রিডের সঙ্গে মিলছে না। এটায় রিড কম।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.