প্রথম পাতা খবর উৎসবের মরশুমে কড়া বিধিনিষেধের মিলেছে সুফল, ২৩০ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ

উৎসবের মরশুমে কড়া বিধিনিষেধের মিলেছে সুফল, ২৩০ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ

278 views
A+A-
Reset

ডেস্ক: উৎসবের মরশুমে কড়া বিধিনিষেধের মিলেছে সুফল। দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। 
গত ২৩০ দিনের মধ্যে এই সংক্রমণ সবচেয়ে কম। কমেছে  অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষেরও কম। গত আট মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের কম হল। 

সোমবার স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েযে যে, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তর সংখ্যা ১৩ হাজার ৫৯৬। এরইমধ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ৫৮২। অর্থাৎ, গত একদিনে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ৬,১৫২। দৈনিক আক্রান্তের সংখ্যা গত ২৩০ দিনের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে দেশে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪ জন। যা কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে মৃত্যুশূন্য মুম্বই।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ৯৭ কোটি ৭৯ লক্ষ ৪৭ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে গত একদিনের ১২.০৫ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে, আইসিএমআর জানিয়েছে যে, এখনও পর্যন্ত দেশে ৫৯.১৯ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.