ডেস্ক: এবার শীতের আমেজ পেতে পারে রাজ্যবাসী এমনটাই বলা হচ্ছে। নিম্নচাপ পুরোপুরি কাটার সঙ্গে সঙ্গেই বাতাসে মিলেছে হেমন্তের আমেজ। আর তার জেরেই সপ্তাহান্ত থেকেই রাজ্যে শুরু প্রাক-শীত পর্ব শুরু। এ বারে যত দিন যাবে একটু একটু করে নামবে রাতের তাপমাত্রা।
শনিবারই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আসন্ন কয়েকদিনের মধ্যে গোটা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা। ফলে আপাতত আর বৃষ্টির ভ্রূকুটি নেই রাজ্যে। শুষ্ক হতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। ফলে শীত বিলাসীদের জন্য আবহাওয়া দফতর যে অচিরেই আশার বানী শোনাবে, তা বলার অপেক্ষা রইল না।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে ভারত থেকেই বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা কমতে শুরু করবে।
২৫ অক্টোবর সোমবার সকালের উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনও কোনও সময় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। এরপরেও কয়েকদিন দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হবে। আগামী দুদিন দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সোমবার সকালের মধ্যে কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলার আবহাওয়াই আপাতত শুকনো থাকবে বলেং জানানো হয়েছে।
আরও পড়ুন: মুম্বইয়ের লালবাগ এলাকায় ৬০ তলা বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১
প্রথম কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে তাপমাত্রা একটু কমতে শুরু করবে। যদিও ‘অফিসিয়ালি’ শীত কবে আসতে পারে তা এখনও জানান হয়নি। তবে প্রাক-শীত আগেই উপভোগ করতে পারবে বঙ্গবাসী। কালীপুজোর আগেই কি রাজ্যে আসবে শীতের আমেজ?এ প্রশ্ন অনেকের মনেই।