২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি জেনে নিন…
ডেস্ক: ঘোষিত হল ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। করোনা সংক্রমণের কারণে এই প্রথম নিজের স্কুলেই পরীক্ষা দেবেন উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। তবে মাধ্যমিকের পড়ুয়ারা সেই সুযোগ পাবেন না।
মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৭ মার্চ। ওই দিন প্রথম ভাষার পরীক্ষা। ৮ মার্চ থাকছে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৯ মার্চ ভূগোল পরীক্ষা। ৯ মার্চ ইংরেজি পরীক্ষা। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা। ১৫ মার্চ ভৌতবিজ্ঞান। ১৬ মার্চ অতিরিক্ত বিষয়।
২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত। মোট ৫৬টি বিষয়ের উপর পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, চলবে ৪ মার্চ পর্যন্ত। দেখে নিন নীচের বিজ্ঞপ্তিতে-

সোমবার পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন। সংসদ সভাপতি জানান, প্র্যাকটিক্যাল পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণ ভাবে স্কুলের। প্রশ্নপত্র সংসদের তরফে পাঠানো হবে না।
আরও পড়ুন: শুরু বিধানসভার অধিবেশন, ২০ মাস পর ফিরছে প্রশ্নোত্তর পর্ব
উল্লেখ্যযোগ্য ভাবে, এ বারের উচ্চ মাধ্যমিকে হবে না টেস্ট পরীক্ষা। তবে, মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা হবে। ডিসেম্বর মাসের শেষ দিকে টেস্ট পরীক্ষা হতে পারে। টেস্ট পরীক্ষার বিষয়টি করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানান পর্ষদ সভাপতি।