ডেস্ক : প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা অবনী রায়। বৃহস্পতিবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে প্রবীণ আরএসপি নেতার বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃ্ত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১৬ সালের জুন মাসে অবনী রায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই থেকেই তিনি অসুস্থ ছিলেন। এ দিন বেলা ১১টা নাগাদ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘ প্রবীণ আরএসপি নেতা অবনীবাবু রাজ্যসভার সাংসদ ছিলেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। আমি অবনী রায়ের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
১৯৫৯ সালে মাত্র ২০ বছর বয়েসে রাজনীতিতে যোগ দেন তিনি। তার পর থেকে দীর্ঘদিন তিনি আরএসপি-র সর্বভারতীয় মুখ্ হিসাবে পরিচিত ছিলেন। তিনবার রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন অবনী রায়।