প্রথম পাতা খবর ত্রিপুরায় লাগামহীন সন্ত্রাসের অভিযোগ,ভোট বাতিলের দাবি তৃণমূলের

ত্রিপুরায় লাগামহীন সন্ত্রাসের অভিযোগ,ভোট বাতিলের দাবি তৃণমূলের

259 views
A+A-
Reset

ডেস্ক: ত্রিপুরায় আগরতলার পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর সরগরম থাকল আগরতলা সহ গোটা ত্রিপুরা। আর ত্রিপুরার শাসকদল বিজেপির বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাস আর একতরফা ভোট লুঠের অভিযোগ তুলে গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিলের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। এমনকি এই দাবিতে ফের একবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ভাবছে তৃণমূল।

এদিন সকাল থেকেই সন্ত্রাসের অভিযোগে তপ্ত হতে শুরু করে বাংলার প্রতিবেশী এই রাজ্য। পৌরসভা নির্বাচন ঘিরে দীর্ঘ কয়েক মাস ধরেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে ত্রিপুরা। ভোট প্রচারের সময়ও নানান অপ্রীতিকর ঘটনার দেখা মেলে। এদিনও ত্রিপুরার শাসক দল বিজেপির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও এই সব অভিযোগই অস্বীকার করে বিজেপি। এবার নতুন দল হিসাবে তৃণমূল কংগ্রেস লড়ছে আগরতলা পুরনিগম নির্বাচনে।
এদিন আগরতলা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন তৃণমূল প্রার্থী তপন বিশ্বাস। সকালে ভোট দিতে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হন তিনি বলে অভিযোগ।

সিপিআই(এম) এবং তৃণমূল কংগ্রেসের দাবি, সাতসকাল থেকেই ক্ষমতাসীন বিজেপির কর্মীরা মোটরসাইকেলে করে গোটা এলাকাজুড়ে দাপিয়ে বেড়ায় আর এলাকার মানুষকে ধমকায় চমকায়। এমনকি প্রার্থীদেরও ভয় দেখান হয় বলেও অভিযোগ জানায় বিরোধীরা। তাদের আরও অভিযোগ, সমস্ত ভোটারকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি মুখোশ পরা এবং হেলমেট পরা বাইক বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বাড়ি থেকে বেরোনোর ব্যাপারে অলিখিত নিষেধাজ্ঞা জারি করে বলেও অভিযোগ পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার, তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল টুইট হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করে অভিযোগ করেছে যে, কালো শার্ট পরা একজন ব্যক্তিকে এদিনের নির্বাচনে বুথের মধ্যে অন্যদের হয়ে ‘ভোট‘ দিতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে যে দৃশ্য ইতিমধ্যে রীতিমতন ভাইরাল।

এই পরিস্থিতিতে বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানাতে চলেছে বিরোধীদের একাংশ বলে জানা গিয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে ত্রিপুরার এই পুরভোট গোটাটাই বাতিলের দাবি তোলা হয়েছে। এই দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টিও ভাবনা চিন্তা করছে তৃণমূল। ত্রিপুরায় দলের দায়িত্বে থাকা রাজিব বন্দ্যোপাধ্যায় এদিন ভোট শেষে সংবাদ মাধ্যমকে বলেন, ত্রিপুরায় এদিন ভোটের নামে প্রহসন হয়েছে। শাসকদল বিজেপি দিনভর একতরফা ভোট লুঠের চেষ্টা চালিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস তাই সুপ্রিম কোর্টের তত্বাবধানে ত্রিপুরায় আবারও নির্বাচনের দাবি জানাতে চলেছে।

পড়তে পারেন

১৯শে কলকাতা পুরভোট, একগুচ্ছ কোভিড নির্দেশিকা সহ জারি বিজ্ঞপ্তি

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.