সম্প্রতি অক্সফাম ইন্ডিয়ার সমীক্ষায় উঠে আসে এক চাঞ্চল্যে তথ্য, সমীক্ষায় বলা হয় ভারতে প্রায় ৩৩ শতাংশ মুসলমান হাসপাতালে ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি হল ‘সাম্যের অধিকার’ অর্থাৎ কোন নাগরিককে জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা এবং রাজ্যের ভিত্তিতে কোন প্রকার ভেদাভেদ চলবেনা।
অক্সফাম ইন্ডিয়া সমীক্ষা সংস্থা ‘ভারতে রোগীদের অধিকার সুরক্ষিত করা’শিরোনামে সমীক্ষাটি ২৮টি রাজ্য এবং পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিচালিত করে। এই সমীক্ষায় মোট ৩৮৯০ জন অংশ গ্রহন করেন।
অক্সফাম ইন্ডিয়া সমীক্ষার প্রকাশিত তথ্যে বলা হয় যে, ৩৩ শতাংশ মুসলিম উত্তরদাতারা মনে করেন যে, তারা হাসপাতালে তাদের ধর্মের ভিত্তিতে বৈষম্যের শিকার হয়েছেন। এই সমীক্ষায় আরও বলা হয় যে, ২২ শতাংশ উত্তরদাতা তফসিলি উপজাতি, ২১ শতাংশ তফসিলি উপজাতি এবং ১৫ শতাংশ অন্যান্য অনগ্রসর শ্রেণী বৈষম্যের শিকার হয়েছেন বলে সমীক্ষায় তথ্য উঠে আসে।
সমীক্ষার ফলাফলের পর্যবেক্ষণ দিয়ে অক্সফাম ইন্ডিয়া বলেছে, “ভারতীয়দের মধ্যে প্রতি চারজনের মধ্যে একজন তাদের জাত এবং ধর্মের কারণে স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের সম্মুখীন হয়েছে।