এবার মেয়েদের বিয়ে করার জন্যও অপেক্ষা করতে হবে ২১ বছর বয়স হওয়া পর্যন্ত। এই মর্মে বৃহষ্পতিবার এক প্রস্তাব পাস করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এতদিন পর্যন্ত ছেলেদের বিয়ের জন্য ২১ বছর বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলেও, মেয়েদের বয়স ১৮ হলেই হত কেল্লা ফতে। অর্থাৎ সরকারিভাবে আইনের দৃষ্টিতে এই বয়সের মেয়েরা বিয়ে করলে সেই বিয়ে বৈধ হিসেবেই গণ্য করা হত। কিন্তু এই পদ্ধতিতেই এবার ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। আগামী দিনে মেয়েদেরকেও বিয়ের জন্য অপেক্ষা করতেই হবে ২১ বছর বয়স পর্যন্ত।
কিছুদিন আগে গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ছেলেদের মতোই মেয়েদেরও বিয়ের নূন্যতম বয়সও ২১ করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করতে।
মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর সেই মতামতকে গুরুত্ব দিয়েই বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই মর্মে প্রস্তাব পাশ করল। এটাও মনে করা হচ্ছে যে, এই প্রস্তাব আইনে পরিণত হওয়া এখন কেবলই সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ২১ করা হলে আখেরে তা সমাজের জন্য একটা ভালো নজির হয়ে থাকবে বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। কারণ এই পদক্ষেপের মাধ্যমে সমাজের আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। এখন আমাদের সমাজে মহিলাদের জন্য অনেক নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে আর সেই সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে কেন্দ্রের এই পদক্ষেপ অনেকটাই সহায়ক হয়ে দেখা দেবে বলেই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ।