প্রথম পাতা খবর শপথ নিয়ে মেয়র ফিরহাদের নতুন শ্লোগান, ‘যখন ডাকি তখন পাই’

শপথ নিয়ে মেয়র ফিরহাদের নতুন শ্লোগান, ‘যখন ডাকি তখন পাই’

436 views
A+A-
Reset

দ্বিতীয়বার মেয়র হিসেবে শপথ গ্রহন করলেন ফিরহাদ ববি হাকিম। ইশ্বরের নামে শপথ করে সৃষ্টি করলেন নতুন নজির। একই সঙ্গে এবার কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদের জন্য় প্রথম দিনেই টার্গেট সেট করে দিলেন কলকাতার মেয়র। মেয়রের  নতুন শ্লোগান  ‘যখন ডাকি তখন পাই’। মনে করা হচ্ছে এই শ্লোগানের মাধ্য়মে অন্য়ান্য় কাউন্সিলরদের বার্তা দিলেন ফিরহাদ।

মেয়রের পাশাপাশি এবার কলকাতা পুরসভার চেয়ার পার্সন হলেন মালা রায়। মঙ্গলবার কলকাতা পুরসভায় শপথ গ্রহণ করেন মেয়র ও মেয়র পারিষদরা। এদিনের অনুষ্ঠানে মেয়র ও পারিষদদেরকে শপথবাক্য় পাঠ করান  দলের সবথেকে প্রবীন কাউন্সিরল রাম প্য়ায়ারে রাম।

এদিন মেয়র হিসেবে শপথ গ্রহণের পর ফিরহাদের উক্তি, কাউন্সিলররা তখনই সফল হবেন, যখন এলাকার মানুষ বলবে ‘যখন ডাকি তখন পাই’। সবাই যদি নিজের নিজের এলাকায় উন্নয়ন করেন তাহলেই কলকাতার উন্নয়ন হয়ে যাবে। একটা টিম হিসেবে কাজ করবে কলকাতা পুরসভা। আমরা কলকাতার নাগরীকদের সেবক। আমাদের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের স্ব্প্নকে পুরণ করার দায়িত্ব এখন আমাদের কাঁধে। আমরা সবাই মিলে এমন কাজ করব, যা দেখে সবাই বলবে, এটাই কলকাতা পুরসভার ইতিহাসে সেরা বোর্ড।

এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়ররের পাশাপাশি যেমন মালা রায় শপথ নেন চেয়ারপার্সন হিসেবে, তেমনি অতীন ঘোষ শপথ নেন ডেপুটি মেয়র হিসেবে। এছাড়া মেয়র ইন কাউন্সিল হিসেবে শপথ নিয়েছেন মোট ১৩ জন কাউন্সিলরল। এদিন পুরসভার এই শপথ গ্রহন অনুষ্ঠানে অভ্য়াগত হিসেবে উপস্থিত ছিলেন প্রায় পাঁচশো অতিথি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.