কালীপুজোর আগে তুঙ্গে খাঁড়া তৈরির কাজ, নবদ্বীপের শিল্পীদের মুখে চিন্তার ভাঁজ কাঁচামালের দামবৃদ্ধিতে
কালীপুজোর আগে নবদ্বীপে চলছে পিতলের খাঁড়া তৈরির জোর প্রস্তুতি। তবে কাঁচামালের দামবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন রাজু অধিকারীসহ স্থানীয় শিল্পীরা।
কালীপুজোর আগে নবদ্বীপে চলছে পিতলের খাঁড়া তৈরির জোর প্রস্তুতি। তবে কাঁচামালের দামবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন রাজু অধিকারীসহ স্থানীয় শিল্পীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের চালু হতে চলেছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা। ইন্ডিগোর নতুন উদ্যোগে ২৬ অক্টোবর থেকে শুরু হবে উড়ান, ভাড়া মাত্র ২২ হাজার টাকা।
স্বাধীনতার পর প্রথমবার বদলাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা। সাউথ ব্লক ছেড়ে দিওয়ালির পরই নতুন প্রশাসনিক ভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছে আধুনিক, পরিবেশবান্ধব এই নতুন দপ্তর।
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয় নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষারোপ করলেন ভুটান ও সেচ দফতরকেও। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দিয়েছে রাজ্য। কেন্দ্রীয় অর্থ না এলেও রাজ্য নিজের তহবিল থেকে সাহায্য করছে বলে জানান মমতা।
প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। বয়স হয়েছিল ৬৮। ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকমনে অমলিন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ১৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বর্ষা বিদায় নিয়ে বাংলায় শুরু শুষ্ক হাওয়ার দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে হালকা শিশির, সকালে কিছু এলাকায় কুয়াশা দেখা যেতে পারে। শীতের আমেজ পেতে অপেক্ষা আরও কিছুদিন।
ভারত-পাকিস্তান হকির রোমাঞ্চকর ম্যাচ শেষ হল ৩-৩ ড্র-তে। কিন্তু আসল জয় ক্রীড়াসৌজন্যের—ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাত মেলালেন দুই দেশের তরুণ খেলোয়াড়েরা, যা সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ ক্রীড়া সম্পর্কের প্রেক্ষিতে এক বিরল দৃশ্য।
প্রবল বর্ষণ ও ধসের জেরে দার্জিলিংয়ের সঙ্গে সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। প্রশাসনের তৎপরতায় হিলকার্ট রোড ও পাঙ্খাবাড়ি রোডে আংশিকভাবে যান চলাচল শুরু হয়েছে। দীপাবলির আগেই আরও রাস্তায় চলাচল স্বাভাবিক হওয়ার আশায় পর্যটকরা।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সুখিয়াপোখরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গত পরিবারগুলির হাতে তুলে দিলেন ১ লক্ষ টাকা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার আশ্বাস ও অস্থায়ী ব্রিজ তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
অবিভক্ত মেদিনীপুরের প্রাক্তন সিপিএম জেলা সম্পাদক ও প্রবীণ বাম নেতা দীপক সরকার প্রয়াত। সোমবার রাতে মেদিনীপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। দলীয় নির্দেশ মেনে দেহদান করবেন।