Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শুভ বিজয়ার অভিনন্দিত শুভেচ্ছাদূত শুভেচ্ছায়… - NewsOnly24

শুভ বিজয়ার অভিনন্দিত শুভেচ্ছাদূত শুভেচ্ছায়…

পঙ্কজ চট্টোপাধ্যায়

নীলকন্ঠ পাখির ডানায় ডানায় রোদ্দুরের আলোয় মাখা নীলচে ঘাসের আলতো নরম পরশে গোলাপি রঙের ছোঁয়া লেগেছে মনে,সবার অন্তরের অন্তরে।

মা এসেছিলেন। নিয়মের বিধি মেনে চলেও যাচ্ছেন। আবার একটি বছরের অপেক্ষায় থাকা আমাদের জীবনের নানান হাসিকান্না সুখদুখমাখা নিয়ত দিনের ব্যস্ততার মাঝে।

আগামী বোধনের উদ্বোধন লুকিয়ে থাকে বিজয়ার বিসর্জনের মধ্যে। তাই মনখারাপ করা সময়ের অনুভবে এক প্রত্যাশা ঘুমিয়ে থাকে,।বারবার মন মনে মনে বলে ওঠে, ” মা আবার এসো,মা আবার আসবে আমাদের ঘরে। আবার আসবে,মা…। “

মাঝের এই একটা বছরের নিত্যদিনের প্রেক্ষাপটে অনেক সুখের,অনেক বেদনার ঘটনা ঘটে যাবে।এটাই বাস্তব।সেসব রয়ে যাবে আমাদের স্মৃতিতে সতত সুখে,সতত বেদনায়। তারই মধ্যে জীবন এগিয়ে চলবে তার আপন ছন্দে। এগিয়ে যাওয়ার নামই জীবন। জীবন রেখে যায় তার স্মৃতিতে নানান প্রত্যাশায়,নানান প্রশ্ন।সেইসব প্রশ্নের উত্তর খুঁজে চলে সময়,তার মতো করে। কখনো উত্তর পায়। কখনো পায়না। তবু জীবন এগিয়ে চলে, চলবে,তার মতো করেই। আর সেই চলার মধ্যেই রয়ে যাবে আজকের যা বিজয়া দশমী,তাই আগামিদিনের দেবীমায়ের আগমনী, তাই দেবী মায়ের আবাহনীর বোধন।যা আমাদের রক্ষা করে সমস্ত রকমের অশুভ শক্তির আক্রমণ থেকে।

সেই প্রত্যাশায় আজ মহা মহিমাময়ী দেবী দুর্গাপূজার বিজয়া দশমীর উৎসবে সকলকে জানাই অভিনন্দন শুভমঙ্গল শুভেচ্ছা আর সকলের শ্রীকামনার ভালোবাসা।

তাই বিজয়াদশমীর বিদায় তিথিতে আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে মৌনমুখরতায়,– ” আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায়।” সত্যিই তাই আমাদের আটপৌরে সাধারণ জীবনে শারদীয়া উৎসবের এই আসাযাওয়া, সেতো চিরন্তন, শাশ্বত, চিরকালীন। আবার নিয়মেই চলে যাবে আমাদের ভালোবাসার নকশীকাঁথায় কদিনের জন্যে এসে থেকে যাওয়া আমাদের বড় আদরের,আপনার জন আনন্দময়ী উমা। পঞ্চমী,ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী,নবমী শেষে আবার আমাদের অন্তরের অন্দরে বেজে উঠবে বিজয়া দশমীর বিদায়ের সুর বেহাগে,ভীমপলশ্রী,দরবারীকানাড়ায়…। তারপর আবার অপেক্ষায় থাকা, প্রতীক্ষায় দিন গোনা।

এই যাওয়া আসায় ভরা আমাদের জীবনধারা। তাই আজ সেই ভারাক্রান্ত দিনে রেখে যাই সকলের জন্য আমাদের বিনম্র শ্রদ্ধা,অভিনন্দন, শুভেচ্ছা,সম্প্রীতি,আর আগামী বছর সকলের ভালোভাবেই কাটুক,এই শুভ কামনা।

সকলে ভালো থেকো। খুব ভালো থাকুন। খুব ভালো থাকিস। নিজের মতো করে সম্পর্কের খাতিরে এই সম্ভাষণ নিজের করে নিলেই বোধহয় ভালো লাগবে আমাদের সকলের।

শুভ বিজয়া দশমী। শুভ দশেরা।

Related posts

লোকসঙ্গীতের অনির্বাণ আলো আব্বাসউদ্দীন আহমদ: জন্মের ১২৫ বছরে ফিরে দেখা

বিহারের এনডিএ-র জয় তৃণমূলের উদ্বেগের কারণ হতে পারে?

জেদের জয়: ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয় নারীসত্তার সাহসিকতার প্রতীক