Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এলো ২০২৩,এলো নববর্ষ, নববর্ষের অনেক অভিনন্দন শুভেচ্ছায় কিছু কথালাপ - NewsOnly24

এলো ২০২৩,এলো নববর্ষ, নববর্ষের অনেক অভিনন্দন শুভেচ্ছায় কিছু কথালাপ

পঙ্কজ চট্টোপাধ্যায়


২০২২ গতকাল ৩১ শে ডিসেম্বরের মধ্যরাত্রে বিদায় নিয়েছে বিগত একটি বছরের নানা সুখ দুঃখের হাসি কান্নার অভিজ্ঞতায়।নব প্রভাতের শুভেচ্ছায় অভিনন্দনে এসেছে নতুন বছর…২০২৩।

প্রায় ৪০০০ বছর আগে খ্রীস্টপূর্ব ২০০০অব্দে মেসোপোটেমিয়া সভ্যতায়, হরপ্পা,মহেঞ্জোদারো, সভ্যতায় নববর্ষের উৎসব পালন করা হতো। তবে সেসব উৎসবের দিন ১লা জানুয়ারি তারিখে ছিলনা। কারন তখন কোন ক্যালেন্ডার, তারিখ, দিন,মাস,ইত্যাদি তেমনভাবে প্রচলিতই হয়নি। পরে চন্দ্রমাস এবং সৌরমাস অনুসারে দিন তারিখ ক্যালেন্ডার চালু হয়েছিল।

ব্যাবিলনীয় সভ্যতায় ১লা মার্চ নববর্ষের উৎসব পালিত হতে শুরু হয়। আবার হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় বসন্ত কালের শেষে নববর্ষের উৎসব পালিত হতে থাকে।

১৫৩ খ্রীস্টপূর্ব অব্দ থেকে রোমে ১লা জানুয়ারীতে নববর্ষের উৎসব পালিত হতে শুরু হয়।
সেই উৎসব ৪৬ খ্রীস্টপূর্ব অব্দে রোমান সম্রাট জুলিয়াস সীজার আনুষ্ঠানিক ভাবে ১লা জানুয়ারী নববর্ষের উৎসব পালিত প্রথা চালু করেন।এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য যে যীশুর জন্মের বছর থেকে গণনা শুরু করে ডাইওনিসিয়াম এক্সিগিয়াস নামে একজন খ্রিস্টান পাদ্রী ৫৩২ অব্দ থেকে খ্রীস্টাব্দের প্রচলন করেন। আর আজকের এই আধুনিক ক্যালেন্ডারের প্রচলন শুরু হয়েছিল ১৫৮২ খ্রীস্টাব্দ থেকে, প্রচলন করেন ত্রয়োদশ পোপ গ্রেগরি আর তখন থেকেই এই গ্রেগেরিয়ান ক্যালেন্ডার এবং তারিখ,দিন, বার,ইত্যাদি প্রচলিত হয়ে আসছে।

গ্রেগেরিয়ান ক্যালেন্ডারের মাসগুলির ইতিহাস এক বিচিত্র…যথা,
জানুয়ারী মাসঃ… রোমানদের বিশ্বাস অনুযায়ী সূর্য দেবতার প্রথম প্রবেশ দ্বারের দায়িত্বে যে দেবতা আছেন তার নাম “জুনোস্”,আর সেই নামানুসারে এই মাসের নামকরণ করা হয়।

ফেব্রুয়ারী মাসঃ…ল্যাটিন ভাষায় “ফেব্রুয়া” শব্দ থেকে এই মাসের নামকরণ করা হয়। এর মানে হোল পবিত্রতা।

মার্চঃ… রোমানদের যুদ্ধের দেবতা হলেন “মার্স”.. সেই নামানুসারে এই মাসের নামকরণ করা হয়।

এপ্রিল ঃ…ল্যাটিন শব্দ “এপ্রিলিসিয়া” থেকে এই মাসের নামকরণ করা হয়। এর মানে হোল উন্মুক্ত, খোলা মেলা।

মে মাসঃ… রোমে এবং গ্রীক সভ্যতায় বসন্তের দেবী হলেন
“মায়াস্”… সেই নাম থেকে এই মাসের নামকরণ করা হয়।

জুনঃ… গ্রীক সভ্যতায় বিবাহ এবং কল্যানের দেবী হলেন
” জুনো”..সে নাম থেকেই এই মাসের নামকরণ করা হয়।

জুলাই মাসঃ… রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম থেকেই এই মাসের নামকরণ করা হয়।

অগাস্ট মাসঃ…জুলিয়াস সীজারের পুত্রের নাম ছিল রোমান সম্রাট অগস্টাস সীজার,সেই নাম থেকেই এই মাসের নামকরণ করা হয়।

সেপ্টেম্বর ঃ…ল্যাটিন ও গ্রীক ভাষায় সপ্তম সংখ্যাকে বলা হয় “সেপ্টো” (septo), সেই থেকেই এই মাসের নামকরণ করা হয়।

অক্টোবর মাসঃ…একইভাবে ল্যাটিন ও গ্রীক ভাষায় অষ্টম সংখ্যাকে বলা হয় “অক্টো” (octo),আর সেই থেকেই এই অষ্টম মাসের নামকরণ করা হয়।

নভেম্বর মাসঃ…ল্যাটিন এবং গ্রীক ভাষায় নবম সংখ্যাকে বলা হয় “নভেম্”… সেই অনুসারে এই মাসের নামকরণ করা হয়।

ডিসেম্বর মাসঃ… একইভাবে গ্রীক এবং ল্যাটিন ভাষায় দশম সংখ্যাকে ” ডিসেম” বলা হয়। সেই নাম থেকে এই মাসের নামকরণ করা হয়।

এইভাবেই আজকের আমাদের পরিচিত ক্যালেন্ডারের সুচনা হয়।
সেই ক্যালেন্ডার গ্রেগেরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষের শুরু হয় ১লা জানুয়ারী তারিখে।সেইদিনই সারা বিশ্ব জুড়ে নববর্ষের উৎসব পালিত হয়। চারিদিকে আনন্দ,উদ্দীপনা, উল্লাস,খুশিতে মেতে ওঠে বিভিন্ন বয়সের প্রতিটি মানুষ।

যাইহোক, বিগত একটি বছরের মানে ২০২২ সালের অনেক ভালো মন্দ অভিজ্ঞতার অধ্যায় পেরিয়ে এলো নতুন বছর… ২০২৩।

আজ আনন্দের উচ্ছ্বাসে উল্লাসে রোমাঞ্চকর সমারোহ চারিদিকে। তবে, ঠিক এই মুহূর্তে সারা বিশ্ব এক সংক্রামক মহামারী জীবাণুর দ্বারা আক্রান্ত… তার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হবে আমাদের,বেঁচে থাকতে হবে মানব সভ্যতাকে। তাই অত্যন্ত প্রাসঙ্গিক ভাবে প্রয়োজন সতর্কতার…
সরকারি স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে চলাই আমাদের কর্তব্য। যেমন,মুখে মাস্ক পরা,স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া,ফিজিক্যাল্ ডিস্টেন্স্ (শারীরিক দূরত্ব) বজায় রাখা,জনবহুল বা ভীড়ের স্থানে না যাওয়া, সামান্য শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখানো, ইত্যাদি ইত্যাদি।

এগুলি সঠিকভাবে মেনে চলাই হবে আজ আমাদের ২০২৩ সালের এই নববর্ষের অঙ্গীকার।

সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আর খুব ভালো থাকার শুভ কামনা রইল সকলের জন্য।

Related posts

বেলুড় মঠে সাধু-সন্ন্যাসীদের তিনিই প্রথম ‘মহারাজ’ সম্বোধন ছিলেন, স্বামীজির সঙ্গী স্বামী সদানন্দের বিস্মৃত কাহিনি

আত্মসমীক্ষা এবং শতবর্ষে ‘রক্তকরবী’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস