প্রথম পাতা প্রবন্ধ নারী দিবসের অঙ্গীকার

নারী দিবসের অঙ্গীকার

273 views
A+A-
Reset

পঙ্কজ চট্টোপাধ্যায়

৮ ই মার্চ, বিশ্ব নারী দিবস। সারা বিশ্বের সব দেশেই আজ এই দিবসটি সসম্মানে পালিত হয়।কারণ,আমাদের সমাজে নারীই হলেন প্রাণ কেন্দ্র।

নারী—কখনো স্নেহময়ী মা হিসাবে,কখনো দিদি-বোন হিসাবে,কখনো আমাদের ঘরের স্ত্রী হিসাবে,কখনো কন্যা হিসাবে,কখনো সহকর্মী হিসাবে বিরাজিতা থাকেন সমাজের সব জায়গাতে।

এতৎ সত্ত্বেও অনেক ক্ষেত্রে সেই বিভিন্ন রূপে থাকা নারীরা অবহেলিত হন,বঞ্চিত হন,শোষিত হন,লাঞ্চিত হন,অপমানিত হন—যা কোন মতেই কাঙ্খিত নয়।পুরুষের যেমন স্বাধীনতা সবক্ষেত্রে জারি থাকে,ঠিক তেমনই নারীরাও তাদের মনের,জীবনের,ইচ্ছা-অনিচ্ছার ক্ষেত্রে স্বাধীনতার অধিকারী, এই সহজ সরল সত্য কথাটি আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে।যদিও আজও অনেক সময়েই অনেক ক্ষেত্রে তা লঙ্ঘিত হয়। নারীকে শুধুমাত্র পুরুষের ইচ্ছাধীন থাকতে হয়।নারীর প্রতি ভোগের দৃষ্টিভঙ্গী ঘরে বাইরে পরিলক্ষিত হয়।যা এই সমাজের ক্ষেত্রে এক কলঙ্কিত  অভিব্যক্তি। নারী পুরুষের কোনও ক্ষেত্রেই অসাম্যতা আজকের যুগে মেনে নেওয়া উচিৎ নয়।

এই নারী দিবসে নারীদের প্রতি শুধু এই দিনে নয়,সারাজীবন, সারা ক্ষণ,প্রতিদিনই যাতে তাদের যোগ্য সম্মান প্রদিত হয় সেটাই হোক আজকের দিনের অঙ্গীকার। আমাদের সকল মা,বোন,ঘরনী,কন্যারা তাদের স্বাধীন, সম্মানিত সত্তা নিয়ে এগিয়ে যান জীবনে এই প্রার্থনা রইল আজকের নারী দিবসের উদযাপনের মুহূর্তে।

আরও পড়ুন: নারী তুমি অর্ধেক আকাশ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.