‘ড্রেজ়িং করো, নয়তো বাঁধ ভেঙে দাও!’ উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে ফের কেন্দ্রকে বিঁধলেন মমতা, ভুটান ও সেচ দফতরকেও কাঠগড়ায়
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয় নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষারোপ করলেন ভুটান ও সেচ দফতরকেও। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দিয়েছে রাজ্য। কেন্দ্রীয় অর্থ না এলেও রাজ্য নিজের তহবিল থেকে সাহায্য করছে বলে জানান মমতা।