বুধবার ৭৫ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ এই দিনে দেশ-বিদেশ থেকে তাঁকে শুভেচ্ছায় ভরালেন রাজনৈতিক নেতৃত্ব থেকে সাধারণ মানুষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী-সহ বিশ্বের বহু রাষ্ট্রনায়ক অভিনন্দন জানিয়েছেন মোদিকে।
সকালে এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন— “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম ও অসাধারণ নেতৃত্বের মাধ্যমে দেশ মহান লক্ষ্যের পথে এগিয়ে চলেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন এবং দেশকে আরও অগ্রগতির উচ্চতায় নিয়ে যান।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা মোদীজিকে আন্তরিক শুভেচ্ছা।” প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্মৃতিচারণা করে বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ছিল ইতিহাস নির্ধারণকারী অভিজ্ঞতা। তাঁর শৃঙ্খলা ও সাহস তাঁকে ভারতের নেতৃত্বের জন্য যোগ্য করেছে।”
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও বিরোধী নেতারাও শুভেচ্ছা জানাতে ভোলেননি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। খাড়গে লিখেছেন, “ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন ও দীর্ঘায়ু দিন।” রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্সে শুভকামনা জানান।
বিশ্ব রাজনীতির নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা পাঠান। বুধবার সকালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ভিডিও বার্তায় মোদিকে সম্বোধন করে বলেন, “আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদি… নিউজিল্যান্ডবাসীর পক্ষ থেকে আপনার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা।”