উত্তুরে হাওয়ায় কাঁপনি বেড়েছে রাজ্যে: কলকাতায় সর্বনিম্ন ১৭.২°, শ্রীনিকেতনে নেমে ১৩ ডিগ্রি
উত্তর-পশ্চিমি হাওয়ার দাপটে রাজ্যজুড়ে তাপমাত্রা কমেছে। কলকাতায় সর্বনিম্ন ১৭.২°, শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে, জানিয়েছে আবহাওয়া দফতর।