প্রথম পাতা বিনোদন খুনের হুমকি! বাড়ির সামনে নিরাপত্তা বাড়ল সলমন খানের

খুনের হুমকি! বাড়ির সামনে নিরাপত্তা বাড়ল সলমন খানের

315 views
A+A-
Reset

নিরাপত্তা বাড়ল বলিউড অভিনেতা সলমন খানের। ঘটনায় প্রকাশ, তাঁর টিমের এক সদস্য শনিবার সন্ধেয় ই-মেলে হুমকি পান। তার পরই সলমনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় মুম্বই পুলিশ।

শনিবার বিকেলে সলমনের অফিসে ব্যবহৃত একটি ই-মেল ঠিকানায় হুমকি মেলটি পাঠানো হয়। তাতে উল্লেখ করা হয়, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে সরাসরি কথা বলতে চায়। এমনকী সম্প্রতি বিষ্ণৈই এক সাক্ষাৎকারে জানিয়েছে, সলমন খানকে খুন করা-ই তার জীবনের লক্ষ্য।

এই মর্মে অভিনেতার ঘনিষ্টের তরফে বান্দ্রা থানায় একটি মামলাও রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ, গোল্ডি ব্রার ও অন্যের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিনেতার ম্যানেজার এবং ঘনিষ্ঠ বন্ধু প্রশান্ত গুঞ্জালকার অভিযোগ দায়ের করার পরে এফআইআর দায়ের করা হয়েছিল।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, মেলটিতে লরেন্স বিষ্ণৈইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের উল্লেখ করা হয়েছে। যেখানে সে বলেছে, সলমন একটি কৃষ্ণসার হরিণ হত্যা করে তার সম্প্রদায়কে অপমান করেছেন। প্রয়াত পঞ্জাবি গায়ক “সিধু মুসেওয়ালার মতোই সলমনও অহংকারী” বলে ধারণা বিষ্ণৈইর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.