আরজি কর প্রসঙ্গ টেনে মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে স্ক্রিনশট পোস্ট করে ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী। এতে কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগকেও ট্যাগ করেছেন মিমি।

আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন মহিলা চিকিৎসকের পরিবারকে গত ১৬ আগস্ট ১০ লক্ষ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে এনে সমাজমাধ্যমে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সরাসরি ধর্ষণের হুমকি।

রাশিদুল নামের এক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মিমি শুধু একটা মেয়ে বলে তাঁর জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’ সায়ক মাইতি নামে আরেকজন লিখেছে, ‘রেপটা মিমির সাথে হলে ভাল হতো।’

নিজের পোস্টে মিমি লেখেন, “এই কারণে আমরা লড়ছি! আমরা একজন মহিলার জন্যই ন্যায়বিচার চাইছি, তাই না? এঁরা ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছেন। এঁরাই আবার ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছেন, তাঁরা নাকি মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন শিক্ষার পরিচয়।”

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল