প্রথম পাতা বিনোদন বাঙালির হারিয়ে যাওয়া নস্টালজিয়াকে ফ্রেমবন্দি করার দায়িত্ব নিলেন অভিনেতা সমদর্শী দত্ত

বাঙালির হারিয়ে যাওয়া নস্টালজিয়াকে ফ্রেমবন্দি করার দায়িত্ব নিলেন অভিনেতা সমদর্শী দত্ত

452 views
A+A-
Reset

ডেস্ক: বর্তমানে ওয়েব সিরিজই হোক অথবা বড়পর্দা,বর্ষীয়ান পরিচালক হোক অথবা নবাগত পরিচালক প্রত্যেকেই বিষয় হিসেবে বেছে নিচ্ছেন ক্রাইম থ্রিলার।সাসপেন্স,খুন,জখম,রহস্যের টানটান উত্তেজনার মাঝে হারিয়ে যেতে বসেছে বাঙালিয়ানার ছোঁয়ায় মিষ্টি প্রেমের গল্প।তাই এবার সেই হারিয়ে যাওয়া নস্টালজিয়াকে ফ্রেমবন্দি করার দায়িত্ব নিয়ে ফেললেন অভিনেতা সমদর্শী দত্ত।


‘গাঙ্গুলিস ওয়েড গুহস’ সিরিজটি করে পরিচালকের আসনে বসে পড়লেন সমদর্শী।’ক্লিক’ ওটিটি প্ল্যাটফর্মে সদ্যই শুরু হয়েছে সিরিজের স্ট্রিমিং।তাই নন্দন প্রেক্ষাগৃহে হয়ে গেল সিরিজের জমজমাট প্রিমিয়ার শো।শো দেখতে নন্দনে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা।

সমদর্শী দত্ত যে শুধু ‘গাঙ্গুলিস ওয়েড গুহস’ পরিচালনা এবং অভিনয় করেছেন তা নয়,চিত্রনাট্য ও লিখেছেন।সমদর্শী ছাড়াও সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন সুদীপা বসু,শুভ্রজিৎ দত্ত,সৌম্য সেনগুপ্ত,বিপ্লব বন্দ্যোপাধ্যায়,কৌশিকী গুহ,সৌম্য ব্যানার্জী,ঈপ্সিতা দেবনাথ,শ্রেয়া ভট্টাচার্য্য,রানা বসু ঠাকুর,অদ্রিজা মজুমদার,উদয় শঙ্কর পাল প্রমুখ।

সিরিজে সংগীত পরিচালনা করেছেন শ্রাবণ ভট্টাচার্য।কণ্ঠ দিয়েছেন উজ্জয়িনী মুখার্জী, অমৃতা সিং, সৌম্য মুর্শিদাবাদি, শ্রাবণ ভট্টাচার্য।৭ টি পর্বের জমজমাট বিয়ে বাড়ির আসর সাজানো রয়েছে এই সিরিজে।’গাঙ্গুলিস ওয়েড গুহস’ এ মধুরার চরিত্রে অভিনয় করছেন অমৃতা চট্টোপাধ্যায় এবং প্রণয়ের চরিত্রে রয়েছেন সমদর্শী দত্ত।


বিয়েকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিরিজ।নীলমনি মিত্র লেনের একান্নবর্তী গাঙ্গুলি পরিবারের থেকে বালিগঞ্জের গুহ পরিবার অনেকটাই আলাদা।দুটো পরিবারের মধ্যে মতের অনেকটাই পার্থক্য রয়েছে, যতটা হওয়া সম্ভব।এই দুই পরিবারের ছেলে মেয়ের একে অপরের প্রেমের সম্পর্কে আবদ্ধ।এরপর দুজন ঠিক করেন বিয়ে করবেন। বিয়েকে কেন্দ্র করেই এক জায়গায় জড়ো হয়েছে দুই পরিবার।এরপর কি হবে তা জানতে হলে সিরিজটি দেখতেই হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.