বিয়ের বয়স ৫! অনুভূতি কেমন শুভশ্রীর?

বৃহস্পতিবার (১১ মে) পঞ্চম বিবাহবার্ষিকী পালন করেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিবাহবার্ষিকীর পরের দিন সেই খুশির কথা ইনস্টাগ্রামে লিখলেন নায়িকা।

রাজের সঙ্গে একটি আদুরে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “যখন আমি আমাদের ছোট্ট গল্পটার দিকে ফিরে তাকাই তখন মনে হয় জীবনে এত খুশি আগে হইনি এবং এটা শুধু তোমার জন্য সম্ভব হয়েছে। ৫ বছরপূর্তির জন্য অনেক শুভেচ্ছা”।

ছবিটিতে সাদা টি শার্টে রাজের কাঁধে মাথা রেখেছেন অভিনেত্রী। পরিচালকও ধরা দিয়েছেন সাদা পোশাকেই। আদুরে এই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিতে।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল