২৫ দিন পর মন্নতে ফিরলেন শাহরুখ-পুত্র আরিয়ান

ডেস্ক: ২৫ দিন পর আজ জেল থেকে ছাড়া পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। ভোরে রিলিজ অর্ডার যায় জেলের বেল বক্সে। শনিবার মন্নতের দিকে চোখ রাখলে, তা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। কারণ, আরিয়ানের জামিনের পর যেভাবে শাহরুখ অনুরাগীরা উল্লাস শুরু করেছেন তাতে বাদশার ম্যাজিক যে এখনও একই রয়েছে, তা ফের প্রমাণ হল। 


জামিনের শর্ত অনুযায়ী, প্রতি শুক্রবার তাঁকে NCB–র কাছে হাজিরা দিতে হবে। জমা রাখতে হবে পাসপোর্ট। বিচারপতির নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান। এদিন সকাল থেকেই মন্নতের সামনে শুভাকাঙ্ক্ষীদের জমায়েত দেখা যায়। তাঁকে নিতে অদূরেই একটি হোটেলে অপেক্ষা করছিলেন শাহরুখ খান। ছিলেন আরিয়ানের মা গৌরী খানও। আর আর্থার রোড জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন অগণিত শাহরুখ ভক্ত। তবে আরিয়ানের মুক্তিতে ১৪টি শর্ত রয়েছে।


মাদককাণ্ডে গ্রেফতারির ২৫ দিন পর, বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট থেকে জামিন পান শাহরুখ খানের ছেলে আরিয়ান। জামিন মঞ্জুর হয় আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও। তবে জামিন পেলেও বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি আরিয়ানের। শুক্রবার শাহরুখ ভক্তরা তাকিয়ে ছিলেন আর্থার রোড জেলের মেগা-রিলিজের দিকে। কিন্তু, দিনের শেষে তা আর হয়নি। মাদক-মামলায় জামিন পেলেও, শুক্রবার জেল থেকে ছাড়া পাননি আরিয়ান খান। শুক্রবার সন্ধে ছ’টা নাগাদ আইনি প্রক্রিয়া সেরে সেশনস কোর্ট  থেকে বেরোন জুহি চাওলা।


তবে শাহরুখের ছেলে আরিয়ান এবং তাঁর ঘরে ফেরা নিয়ে এত উচ্ছ্বাস মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। গোটা কাণ্ড নিয়ে তুমুল সমালোচনা চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের কথায়, আরিয়ান মাদক মামলায় জেলে গিয়েছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামী নন। অনেকে আবার মন্তব্য করেছেন জামিন পেয়েছেন আরিয়ান। নোবেল পাননি তিনি! 

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল