Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রকাশ্যে এল 'অলক্ষ্মীজ ইন গোয়া'র মোশন পোস্টার - NewsOnly24

প্রকাশ্যে এল ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র মোশন পোস্টার

দেবারতি ঘোষ: ছোটবেলা থেকেই তিতাস, বর্ষা, হৈ এবং রনিতা এই চারজনের গভীর বন্ধুত্ব৷মফঃস্বলের জলে বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার,সমাজ, সকলে অলক্ষ্মী বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ। দেশের আপামর বলিউড প্রেমীদের মত ওরাও দিল চাহতা হ্যায় দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷ঠিক কুড়ি বছর পরে তিতাসের যখন অবশেষে বিয়ে ঠিক হয়ে যায়,তখন সবাই মিলে সেই প্ল্যানটা করেই ফেলে। বহু অপেক্ষার গোয়ার ট্রিপ।

চারজন অভিন্নহৃদয় বন্ধু প্ল্যানমাফিক গোয়ায় গিয়ে পৌঁছলেও শুরু থেকেই দেখা যায় একের পর এক বিপত্তি। প্রথমেই গোয়ায় গিয়ে রনিতার স্বামী সেলিব্রিটি রাজনীতিক অর্পণের সঙ্গে ঝামেলার চোটে হোটেল ছাড়া হয়ে পড়ে ওরা। তারপর তাদের ভিলাতেই এক আচমকা মৃত্যুতে তাদের জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ। মৃতদেহ নিয়ে কী করবে কোথায় যাবে বুঝে উঠতে পারে না।

অন্যদিকে গোয়ার ফেরারী আসামী আন্ডারটেকারের খোঁজে সক্রিয় হয়ে ওঠা পুলিশও জড়িয়ে পড়ে তাদের সঙ্গে। পরতে পরতে বদলে যেতে থাকে গল্পের প্রতিটি অধ্যায়৷শেষমেশ অলক্ষ্মীরা অর্থাৎ তিতাস, রনিতা, হৈ এবং বর্ষা,পারবে কি এইসমস্ত সঙ্কট কাটিয়ে বেরিয়ে এসে তাদের বন্ধুত্বের রি ইউনিয়ন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়,আপনজনেদের কাছে? ডার্ক কমেডির মোড়কে নির্মিত ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ য় রয়েছে এইসবেরই উত্তর।

‘অলক্ষ্মীজ ইন গোয়া’র কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন জয়দীপ বন্দোপাধ্যায়।প্রযোজনায় ফিল্মস অ্যান্ড ফ্রেমস।সংলাপ লিখেছেন সৌমিত দেব।সঙ্গীত ও আবহে রয়েছেন প্রাঞ্জল দাস।নতুন বছরে প্রকাশ্যে এসেছে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র মোশন পোস্টার এবং ক্যারেক্টার রিভিল পোস্টার।গত বছরে প্রকাশ্যে এসেছিল টিজার পোস্টার,যা রীতিমতো সারা ফেলেছে।চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’ এ দেখা যাবে অলক্ষ্মীজ ইন গোয়া।

‘অলক্ষ্মীজ ইন গোয়া’ য় অভিনয়ে করেছেন প্রিয়াংকা মণ্ডল,প্রিয়াংকা ভট্টাচার্য,অনুরাধা মুখার্জি,আভেরী সিংহ রায়,দেবরাজ ভট্টাচার্য,শ্রীদীপ মুখোপাধ্যায়,সুদীপা বসু,দেবপ্রসাদ হালদার,দুর্বার শর্মা,দিলীপ ভারতী,সোমনাথ মণ্ডল,সুস্নাত ভট্টাচার্য।পরিচালকের কথায়,”৫ বছর আগে ভাবা একটা গল্প, ২ বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি, সেই সুবাদে যতদিক দিয়ে যতরকম বাধা আসতে পারে, সেই সবই এসেছে।সমস্তটা পেরিয়ে সিরিজটা অবশেষে আগামী মাসে পর্দায় আসতে চলেছে।তাই আমি আপাতত খুবই স্বস্তিতে এবং একইসাথে খুবই উত্তেজিত।”

Related posts

ইন্ডিয়ান আইডল তারকার আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

অস্ত্রোপচারের পর নচিকেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা, নিলেন শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর

‘হাঁটি হাঁটি পা পা’: বাবা–মেয়ের সম্পর্কের নিখাদ আবেগে মন ছুঁয়ে গেল চিরঞ্জিত–রুক্মিণীর অভিনয়