নিজস্ব প্রতিনিধি : নাটক থেকে সিনেমার পর্দা অনির্বাণ ভট্টাচার্যর বিচরণ সর্বত্র।অনির্বাণের অভিনয় মুগ্ধ করেছে সিনেপ্রেমী দর্শকদের।এবার পরিচালনায় আসতে চলেছেন অনির্বাণ। তবে বড়পর্দায় নয়,এবার ওয়েবে ডেবিউ করতে চলেছেন তিনি। সিরিজের নাম ‘মন্দার’।
শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ অবলম্বনে তৈরি হবে ‘মন্দার।সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার।সদ্যই মুক্তি পেয়েছে সিরিজের টিজার। যেহেতু তিনি নাটকের ব্যাকগ্রাউন্ড থেকে রূপালী পর্দায় এসেছেন,তাই সিরিজে ধরা পড়বে নাটকের ছোঁয়া। সমুদ্র উপকূলের প্রেক্ষাপটে মন্দারের চিত্রনাট্য সাজানো হয়েছে।সিরিজটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন অনির্বাণ।অনির্বাণ-সোহিনী ছাড়াও সিরিজে অভিনয় করেছেন দেবাশিস মন্ডল, লোকনাথ, দিগন্ত সাহা সহ অন্যান্যরা।খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে শুরু হবে সিরিজের স্ট্রিমিং।