অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন পাঠাল ইডি। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে আগামী ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে তাঁকে। টলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই মামলায় একাধিক বলিউড ও দক্ষিণী তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এবার সেই তালিকায় যুক্ত হল টলিউডের নামও।

ইডি সূত্রে খবর, নিষিদ্ধ বেটিং অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের প্ল্যাটফর্মের বিজ্ঞাপন করা হচ্ছিল। অভিযোগ, জনপ্রিয় তারকারা যখন এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হন, তখন সাধারণ মানুষ বিশেষত মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি তা দেখে আকৃষ্ট হন। এর ফলে অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

গতবছর থেকেই অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই এই মামলায় দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, ক্রিকেটার সুরেশ রায়না, হরভজন সিং এবং অভিনেত্রী উর্বশী রাওতের নাম উঠে এসেছে। এঁদের মধ্যে কয়েকজনকে গত জুন মাসেই ইডি দপ্তরে বয়ান রেকর্ড করতে ডাকা হয়েছিল।

সূত্র মারফৎ খবর, চলমান তদন্তের অংশ হিসেবেই অঙ্কুশ হাজরাকে প্রশ্নোত্তরের জন্য ডাকা হয়েছে। টলিউড অভিনেতার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল