কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী, সায়ন্তিকা এবং অঙ্কুশকে ‘মহানায়ক’ সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী

২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে আয়োজিত হল ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন নিজের হাতে বাংলার শিল্পীদের হাতে তুলে দিলেন ‘মহানায়ক’ সম্মান।

মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মান প্রদান অনুষ্ঠানে ‘মহানায়ক’ সম্মানে সম্মানিত করা হল চার টলিউড তারকাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ যাঁরা মহানায়ক সম্মান পেলেন, তাঁদের জীবনে এই সম্মানটা ভীষণ গর্বের।”

এবারে চার নায়িকা ও এক নায়ককে দেওয়া হল ‘মহানায়ক’ সম্মান। নায়িকার তালিকায় আছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর নায়ক হলেন অঙ্কুশ হাজরা।

অনুষ্ঠানে, বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মান প্রদান অনুষ্ঠানে বিশেষ চলচ্চিত্র সম্মানে সম্মানিত করা হল অভিনেত্রী সোহিনী সরকার, পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও পরিচালক হরনাথ চক্রবর্তীকে।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল