Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালকের সম্মান, বাঙালি কন্যা অনুপর্ণার সাফল্যে গর্বিত বাংলা - NewsOnly24

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালকের সম্মান, বাঙালি কন্যা অনুপর্ণার সাফল্যে গর্বিত বাংলা

আন্তর্জাতিক চলচ্চিত্রমঞ্চে নতুন ইতিহাস গড়লেন বাঙালি কন্যা অনুপর্ণা রায়। ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে শ্রেষ্ঠ পরিচালকের খেতাব জিতলেন তিনি। এই বিভাগে এর আগে কোনও ভারতীয় পরিচালক এই সম্মান পাননি। ফলে অনুপর্ণার জয় শুধু বাংলার নয়, গোটা ভারতের গর্বের বিষয়।

সোমবার সকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে লেখেন,
“আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, যা কার্যত পৃথিবী জয় বলা যায়। এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনও ভারতীয় পাননি।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি চাই অনুপর্ণা আরও এগিয়ে যাক, বাংলার মুখ উজ্জ্বল করুক।”

পুরুলিয়ার নিতুড়িয়ার সরবড়ি গ্রামের কাছে নারায়ণপুরে জন্মানো অনুপর্ণাকে স্থানীয় মানুষজন ‘মাম্পি’ নামে চেনেন। নিতুড়িয়ার রানিপুর হাইস্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন না পাওয়ায় বাবা-মা তাঁকে পাঠান ইংরেজি শিক্ষক মামা নীলোৎপল সিংহের কাছে। সেখান থেকেই ইংরেজি সাহিত্য, ভারতীয় সংস্কৃতি এবং জীবনের অন্যরকম ভাবনায় দীক্ষিত হন অনুপর্ণা। দুই কর্পোরেট চাকরি ছেড়ে সিনেমার জগতে ঝাঁপিয়ে পড়া তাঁর সেই সাহসী সিদ্ধান্তই আজ তাঁকে আন্তর্জাতিক খ্যাতির আসনে বসিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পুরস্কার পাওয়ার পর অনুপর্ণা লিখেছেন, “মামা মাই ফার্স্ট টিচার।” ২০২১ সালে পুরুলিয়ার পুঞ্চার ন’পাড়াতে তাঁর প্রথম ছবি Run to the River–এর শুটিং শুরু হয়, যা মুক্তি পায় ২০২৩ সালে। দ্বিতীয় ছবি Songs of Forgotten Trees তাঁকে এনে দিয়েছে ভেনিসের শ্রেষ্ঠ পরিচালকের সম্মান।

পরিবার ও গ্রামবাসীরা এখন ভীষণ গর্বিত। অনুপর্ণার মা-বাবা কুলটিতে থাকেন, তবে শিকড় ছড়িয়ে আছে জঙ্গলমহলের রাঙামাটিতে। তাঁর এই অর্জন বাংলার মেয়েদের জয় বলে মনে করছেন সবাই।

Related posts

হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা

অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা

আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়