Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইংরাজি বর্ণমালার ২৬ অক্ষরকে নিয়ে উপন্যাস, প্রকাশ অনুষ্ঠানে অপর্ণা সেন - NewsOnly24

ইংরাজি বর্ণমালার ২৬ অক্ষরকে নিয়ে উপন্যাস, প্রকাশ অনুষ্ঠানে অপর্ণা সেন

নিজস্ব প্রতিনিধি: লেখক রয় ফিনিক্স লিখে ফেললেন তাঁর প্রথম উপন্যাস অ্যালফাবেটিকা।ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরকে চরিত্র হিসেবে ব্যবহার করেছেন তিনি। যেখানে ২১টি ব্যঞ্জনবর্ণ ৫টি স্বরবর্ণের সঙ্গে দ্বন্দ্বে রত। তিনি এক অরাজক জগৎ রচনা করেছেন। যেখানে সংখ্যাগুরু ব্যঞ্জনবর্ণরা সংখ্যালঘু স্বরবর্ণদের আক্রমণ করে ও তাদের নির্বাসিত করে।ফলে সব শব্দেরই মৃত্যু হয় গ্রহ ‘টাইপরাইটারে’ ব্যঞ্জনবর্ণদের।

নিজেদের অস্তিত্বও নিরর্থক হয়ে যায়।
কলকাতার অক্সফর্ড বুক স্টোরে বইটির প্রথম প্রকাশ অনুষ্ঠানে বিখ্যাত চলচ্চিত্রকার অপর্ণা সেন বইটি থেকে পাঠ করেন। তিনি বলেন এই ব্যঙ্গাত্মক উপন্যাসটি “ভাবনার খোরাক যোগায় ও চোখ খুলে দেয়। অ্যালফাবেটিকা বুদ্ধিমত্তার সঙ্গে সংখ্যাগুরু ক্ষমতার ব্যাধিটিকে তুলে ধরে, এ এমন এক মতবাদ যা জীবনের সর্বক্ষেত্রে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তাকে চিহ্নিত করে।”

সাংবাদিক সম্মেলনে রয় ফিনিক্স জানিয়েছেন, “বর্ণমালার অক্ষরগুলিকে যেমন বেছে নিয়ে নিয়ে বাদ দেওয়া যায় না,এই গ্রহের নাগরিকদেরও বুঝতে হবে যে সবারই নিজের নিজের ভূমিকা আছে। সংখ্যাগুরু আস্ফালনের কারণ কেবল কোনো ধর্ম বা জাতির সংখ্যাগরিষ্ঠতাই নয়, অসহায়দের, যেমন আলাদা ভাবে সক্ষমদের দমন করাটাও। আমাদের ভালোবাসা আর শান্তির ভিত্তিতে একত্রিত হবে হবে, স্বাভিমান আর ঘৃণার ভিত্তিতে নয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর কুণাল বসু, লেখক ও অক্সফর্ডের অধ্যাপক এবং বিজ্ঞাপন ব্যক্তিত্ব এবং জনপ্রিয় ‘ইংলিশ নাট’ সুমন্ত চট্টোপাধ্যায়। এঁরা দুজনেই উপন্যাসটিকে একটি তাৎপর্য পূর্ণ রচনা বলে বর্ণনা করে বলেন যে আমরা যে সময়ের মধ্যে বাস করি তাতে এর বিশেষ গুরুত্ব রয়েছে।বইটি এখন অ্যামাজন, ফ্লিপকার্ট, নোশন প্রেস এবং এক্সক্লুসিভ ভাবে অক্সফর্ড বুক স্টোর কলকাতায় পাওয়া যাচ্ছে।

আরও পড়তে পারেন : এবার অভিনয়ের জগতে আসতে চলেছেন ইমন

Related posts

হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা

অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা

আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়