ভোট পর্ব মিটতেই ইউভানকে কাছে পেলেন রাজ, ছবি পোস্ট করে লিখলেন ‘RELAXED’

ডেস্ক: ভোট পর্ব মিটতেই ইউভানকে কাছে পেলেন রাজ। এতদিন ব্যারাকপুরেই থাকছিলেন তিনি। ভোট শেষ করে তিনি ফিরলেন আরবানার ফ্ল্যাটে। ছোট্ট ইউভান একা, মা অর্থাৎ শুভশ্রী করোনা আক্রান্ত। এতদিন ঠাকুমা ও ন্যানির কাছেই থাকছিল ইউভান। 

বাবাকে পেয়ে হাসি ফুটেছে ইউভানের মুখে। ছোট্ট ইউভানকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছিল খুব। তাই সারাটা দিন ইউভানকে সঙ্গে নিয়ে থাকলেন। ইউভানকে দুটি ঝুঁটি বেঁধে কোলে তুলে নিলেন রাজ। আর রাজের মুখে চওড়া হাসি। সপ্তাহের শেষে একটুকরো শান্তিকে জাপটে আছেন তিনি। এই ছবি পোস্ট করে অনেকদিন পর আরবানায় সন্ধে কাটাচ্ছেন রাজ। লিখলেন গুড আফটারনুন। দুপুরে নিজের একটা সেলফি পোস্ট করে লিখেছিলেন RELAXED। 

শুভশ্রীর করোনা হয়েছে। তাই চাইলেও রাজের কাছে আসতে পারবেন না তিনি। মা’কে কাছে না পেলেও বাবার আদর পাচ্ছে একরত্তি। 

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল