183
অসম তথা উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত জগতে নেমে এল শোকের ছায়া। সিঙ্গাপুরে ভয়াবহ স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হলেন অসমের কিংবদন্তি গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ।
সূত্রের খবর, সিঙ্গাপুর পুলিশ তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করলেও তাঁকে আর বাঁচানো যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
জুবিন গর্গ সিঙ্গাপুরে যোগ দিতে গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে, যেখানে ২০ সেপ্টেম্বর তাঁর অনুষ্ঠান নির্ধারিত ছিল। তবে তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।
অসম ও উত্তর-পূর্বে শোকের ছায়া
গায়কের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ গোটা অসম। সাংস্কৃতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সর্বত্রই শোকের আবহ। সামাজিক মাধ্যমে ভেসে আসছে অসংখ্য শোকবার্তা ও স্মৃতিচারণা।