কেরালার ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া নিবেদিত ‘সাইনস ফেস্টিভ্যাল’-এ মনোনীত হল অতনু ঘোষের তথ্যচিত্র ‘অনুভবে অতিমারী’

ডেস্ক: কেরালার ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া নিবেদিত ‘সাইনস ফেস্টিভ্যাল’-এ মনোনীত হল অতনু ঘোষের তথ্যচিত্র ‘অনুভবে অতিমারী’। জানা গিয়েছে,গত বছর জুন মাসে এই ডকুমেন্টারি বানাবার পরিকল্পনা করেন তিনি।

কোভিড-১৯ মানুষের জীবনে কীভাবে মনস্তাত্ত্বিক এবং সামাজিক প্রভাব ফেলেছে তা নিয়ে ভাবছিলেন পরিচালক।সারা পৃথিবীর বিভিন্ন পেশার ১৬ জন মানুষের জীবনে কোভিড-১৯ কীরকম প্রভাব ফেলেছে তা মোবাইলে ভিডিয়ো করে পাঠাতে বলেন তিনি। এই ১৬ জন মানুষের মধ্যে অভিনেতা, পরিচালক, সঙ্গীত শিল্পী, চিকিৎসক,লেখক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট সকলেই আছেন।

আরও পড়ুন: বিয়ের এক মাসের মধ্যেই মা হতে চলেছেন, সুখবর দিলেন দিয়া

তাঁরাও পরিচালকের কথা মত ভিডিয়ো করে পাঠিয়ে ছিলেন।সেইগুলো জুড়ে জুড়েই এই ডকুমেন্টারিটা বানানো হয়েছে।শুধু নিজেদের অভিজ্ঞতা নয়, অতিমারির পরে পৃথিবীটা কেমন হবে তা নিয়েও এই ডকুমেন্টারিতে কথা বলেছেন মনস্তত্ত্ববিদ এবং বিভিন্ন পেশার মানুষেরা I তথ্যচিত্রটিতে সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল