Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ধর্ম না মনুষ্যত্ব, এ দুয়ের দ্বন্দ্বে কে বড়? উত্তর দেবে আতিউল ইসলামের নতুন ছবি 'ফতেমা' - NewsOnly24

ধর্ম না মনুষ্যত্ব, এ দুয়ের দ্বন্দ্বে কে বড়? উত্তর দেবে আতিউল ইসলামের নতুন ছবি ‘ফতেমা’

বড়পর্দায় আসছে নতুন ছবি ‘ফতেমা’। ধর্ম না মনুষ্যত্ব, এ দুয়ের দ্বন্দ্বে কে বড়? প্রশ্নের উত্তর খুঁজবে ‘ফতেমা’। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আতিউল ইসলাম। পিএম মুভিজ প্রযোজিত এই ছবির গান ও অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যে।

ছবির গল্প কিছুটা এমন, হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় রিক্সা চালানো বন্ধ হয়ে যায় এক ব্যক্তির। সংসারের একমাত্র উপার্জনের পথ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় মেয়ে ফতেমার পড়াশোনাও। বন্ধ হয় স্বপ্ন দেখাও। ফতেমার স্বপ্ন ছিল, লেখাপড়া করে সরকারি চাকরি পেয়ে বাবার সমস্ত কষ্ট দূর করে দেবে। কিন্তু সংসার চালানোই কঠিন হয়ে গেল এই পরিস্থিতিতে।

এই সময় এলাকার পুরোহিত, সাধন ঠাকুরের সান্নিধ্য পেল ফতেমা । ওর বাড়িতে ঘরমোছা , বাসন মাজা , রান্না করা , এমনকি পুজোর ভোগ তৈরি করা সমস্ত কাজ ফতেমাই করতে শুরু করে। ইতিমধ্যে বাবা মারা যায় তার৷ মাকে হারিয়েছে অনেক আগেই। ফলে পুরোপুরিভাবে পুরোহিতের বাড়িতে জায়গা হল তার। পুরোহিত, ফতেমাকে বোনের মতই ভালোবাসে। ফতেমা ও পুরোহিতকে দাদার মতো শ্রদ্ধা করে , ভালোবাসে , ঘরের সমস্ত কাজ করে দেয়। একরকম ঠিকঠাকই চলছিল। কিন্তু সমস্যা বাঁধল অন্য দিকে । দুটি ভিন্ন ধর্মের মানুষের একটি ছাদের তলায় বসবাস ভালো চোখে নিল না ।মুসলমানরা যেমন ফতেমাকে ঘৃণা করতে থাকে , তেমনি হিন্দুর ঘরে থাকা , কাজ করা , খাওয়া , পুজোর কাজে সাহায্য করার জন্য এক ঘরে করে দিল। ওরা ভাবল ফতেমা হিন্দু হয়ে গিয়েছে । ফতেমাকে একঘরে করে দেওয়া হল। অন্যদিকে মুসলিম মেয়েকে আশ্রয় দেওয়ার জন্য একের পর এক কাজ হারাতে লাগলেন পুরোহিতও। অত্যন্ত অভাবে কাটতে লাগতে তাদের জীবন। এরপর? সেই উত্তর মিলবে গল্পে।

পরিচালক আতিউল ইসলাম জানান “এই ছবিতে দর্শক সমাজের এক ভিন্ন রুপ দেখতে পাবে। মানুষ সবার উপরে, সেটাই এই ছবির প্রানভ্রমরা। যেখানে দুই ভিন্ন ধর্মের ভাই বোনের পবিত্র সম্পর্ক দেখানো হয়েছে। ছবির প্রতিটি মোড়ে দেখা যাবে অনন্য টুইস্ট। আশা করছি বাঙালি সিনেমাপ্রেমীদের ভালো লাগবে।”

অভিনেতা রাহুল অরুনোদয় ব্যানার্জি জানান “এই ছবিটি আমার অভিনিত ছবি গুলির মধ্যে ভিন্ন ধরনের অভিনিত চরিত্র। এর আগে আমাকে যেমন চরিত্রে সবাই দেখেছে, তার থেকে পুরোপুরি ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। একজন বাম্ভ্রনের চরিত্রে দেখা যাবে আমাকে। দর্শকদের ভালো লাগবে এই চরিত্রটি”।

Related posts

হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা

অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা

আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়