প্রকাশ্যে এল ‘বহুরূপী’- র নতুন গান ‘শিমুল পলাশ’

কলকাতা: কেরিয়ারের শুরু থেকে নতুন নতুন বিষয়কে কেন্দ্র করে ছবি তৈরি করতে পছন্দ করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি। আগামী ৮ অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পেতে চলেছে শিবু – নন্দিতা পরিচালিত ছবি ‘বহুরূপী’।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়। শুক্রবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘বহুরূপী’ ছবির প্রথম গান ‘শিমুল পলাশ’! নানিছোড়া দাস বাউল ও বনি চক্রবর্তীর সুরে গানের কথা লিখেছেন নানিছোড়া দাস বাউল। কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠ দাস, নানিছোড়া দাস বাউল ও বনি চক্রবর্তী।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়,” ননীচোরা দাস বাউল ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ও করেছেন, গানও গেয়েছেন, কথাও দিয়েছেন, সুরও করেছেন। এই প্রথমবার কোনও বহুরূপী শিল্পী সিনেমায় প্লে-ব্যাক করলেন এবং অভিনয় করলেন। সাধারণত বহুরূপী বলতে যেটা বোঝা যায়, রং মেখে নানারকম মানুষ সেজে এরা লোকালয়ে মানুষদের মধ্যে মিশে থাকে। অনেকে বলে বীরভূমে বহুরূপীদের বেশি পাওয়া যায়।”

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল