বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য এ বছর বঙ্গভূষণ পুরস্কারে সম্মানীত করা হবে অভিনেতা সাংসদ দেব-কে। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে অভিনেতাকে। দেব, ঋতুপর্ণা-সহ আরও বিশিষ্টদের রাজ্য সরকারের এই সম্মাননা জ্ঞাপন করবে। সোমবার বিকেল চারটেয় নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী কাল নজরুল মঞ্চে বঙ্গ সম্মান তুলে দেওয়া হবে বিশিষ্টদের হাতে। সেই তালিকায় এ বছর স্থান পেলেন দেব। এ মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতাও বটে। তবে সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন সফল প্রযোজকও। গত কয়েক বছর ধরে তাঁর প্রোডাকশন হাউজ থেকে একের পর এক হিট ছবি উপহার পেয়েছে বাংলা সিনেমার দর্শক।
দেব এদিন নিজের সোশ্যাল মিডিয়া পেজে রাজ্য সরকারের পক্ষ থেকে আসা চিঠি স্টোরিতে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই চিঠিতে লেখা রয়েছে, “বাংলা চলচ্চিত্রের একজন যশস্বী অভিনেতা। বাংলা সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর অভিনয় বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। তাই আগামী ২৫ জুলাই, সোমবার নজরুল মঞ্চে অভিনেতা দেবকে রাজ্য সরকারের পক্ষ থেকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হবে।”
এই তালিকায় রয়েছেন তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদ বাদক দেবজ্যোতি বসু, গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল। ‘বঙ্গভূষণ’ সম্মান পাচ্ছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদও। তালিকায় রয়েছেন অর্মত্য সেন, কৌশিক বসু এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য রাজ্য সরকারের তরফে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে। এছাড়াও কলকাতার তিনটি বড় ফুটবল ক্লাব – মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবকে বাংলার ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ’ দেওয়া হবে।