প্রকাশিত হলো বাংলা মিউজিক অ্যালবাম ‘আমি’

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় শনিবার প্রকাশ হলো বাংলা মিউজিক অ্যালবাম ‘ আমি ‘ । ইন্ডিয়ান আইডল জুনিয়র ২০১৩ সিজনে , দশজন ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নেওয়া রেহার এটিই প্রথম বাংলা অ্যালবাম । গান লিখেছেন স্মরজিৎ বন্দোপাধ্যায় । সুরারোপ করেছেন বাপ্পা অরিন্দম ।

এই উপলক্ষ্যে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক রেশমি মিত্র , সঙ্গীতকার জয় সরকার , বাবুল বোস , গৌতম সুস্মিত প্রমুখ ।

আরও পড়ুন : ৫১য় বিকিনিতে জে লো! আগুন লাগলো নেট দুনিয়ায়

ইতিমধ্যে হিন্দি ও মারাঠি ছবিতে গান গাওয়া রেহা , তাঁর প্রথম বাংলা গান ‘ আমি ‘ র জনপ্রিয়তা সম্পর্কে যথেষ্ট আশাবাদী ….. পরিচালক রেশমি মিত্র , রেহার ‘ আমি ‘ অ্যালবামটির সাফল্য কামনা করেছেন ….

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল