Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: জাঁকজমকের সঙ্গে শুরু হল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শত্রুঘ্ন সিনহাকে পাশে নিয়ে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ও বলিউডের একঝাঁক তারকা।

উৎসবের মঞ্চে দেখা গেল দীপঙ্কর দে, মাধবী মুখোপাধ্যায়, দুলাল লাহিড়ী, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী প্রমুখ বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীদের। সঙ্গে ছিলেন শতাব্দী রায়, দেবলীনা কুমার, পাওলি দাম, সৌমিতৃষা কুন্ডু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। শত্রুঘ্ন সিনহা ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়। থালি গার্ল হিসেবে মঞ্চে ছিলেন তৃণা সাহা।

মুখ্যমন্ত্রীর লেখা গানে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠান শুরু করেন ডোনা গঙ্গোপাধ্যায়। যিশু সেনগুপ্ত ও জুন মালিয়া ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। নচিকেতা চক্রবর্তী মুখ্যমন্ত্রীর লেখা থিম সং পরিবেশন করেন।

উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হলো তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। এ বছর উৎসবে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী ও গৌতম হালদারের মতো শিল্পীদের।

এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। প্রতিযোগিতা বিভাগে জমা পড়া ২৪৫৯টি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে ৪২টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। নন কম্পিটিশন বিভাগে থাকছে ১০৩টি ছবি। ২৯টি দেশের মোট ১৭৫টি ছবি ২০টি ভেন্যুতে দেখানো হবে। ফ্রান্সের ২১টি ছবি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে।

Related posts

হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা

অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা

আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়