মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ জট কাটল, বুধবার শ্যুটিং শুরু টলিউডে

কলকাতা: অবশেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আশার আলো দেখল টলিউড। অচলাবস্থা কাটিয়ে বুধবার থেকে শুরু শ্যুটিং।

পরিচালক-টেকনিশিয়ানদের বন্ধ রয়েছে। অচলাবস্থা কাটাতে এবার পরিচালক-অভিনেতদের একাংশ দ্বারস্থ হন নবান্নে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরিচালক গৌতম ঘোষ ছিলেন সেখানে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও।

বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, “দেখা হল, কথা হল, ভাল লাগল।” দেব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, “…. আগামীকাল থেকে আবার শুটিং শুরু করবেন সমস্ত টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালক। সবাইকে ধন্যবাদ।” এর পরেই সমাজমাধ্যমে প্রসেনজিৎ লেখেন, “দিদি অনেক ধন্যবাদ। আপনার সহযোগিতাতেই আমরা আগামিকাল আবার শুটিংয়ে ফিরব।”

জানা গিয়েছে, বুধবার থেকেই শ্যুট শুরু করবেন পরিচালকরা। এসভিএফের যে ছবির পরিচালনা ঘিরে সমস্যা তৈরি হয়, সেই ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ই থাকবেন। ফেডারেশনের নিয়ম কানুন নিয়ে প্রথমদিন থেকেই পরিবর্তন আনার ডাক দিয়েছিলেন পরিচালকরা। আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফেডারেশনের নিয়মকানুন বদলের জন্য একটা রিভিউ কমিটি তৈরি করা হবে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে তিন মাসের মধ্যে নতুন নিয়ম কানুন রিভিউ কমিটির সামনে জমা করতে হবে।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল