চলে গেলেন ‘সিআইডি’-র ইন্সপেক্টর ফ্রেডরিকস, প্রয়াত দীনেশ ফড়নিস

মুম্বই: জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’-র অভিনেতা দীনেশ ফড়নিস প্রয়াত। মঙ্গলবার (৫ ডিসেম্বর) মাত্র ৫৭ বছর বয়সে মারা গেলেন তিনি। তাঁর সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি এ দিন জানান, গত ১ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন দীনেশ। তিনি লিভারের রোগে ভুগছিলেন।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ৫ ডিসেম্বর মধ্যরাত ১২টা ৮ মিনিটে মুম্বইয়ের টুঙ্গা হাসপাতালে মারা যান দীনেশ। তাঁর মাল্টি অর্গান ফেলিওর হয়। গতকাল রাতে তাঁকে ভেন্টিলেটর থেকে স্থানান্তর করা হয়েছিল।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত ‘সিআইডি’। নানা ধরনের জটিল মামলা, সেগুলো সমাধান করা, রোমহর্ষক নানা ঘটনায় সাজানো এই ধারাবাহিকটি অনেকেরই বেশ পছন্দের ছিল। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সাটম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। ইন্সপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে রূপদান করেছিলেন দীনেশ। এই তিনজনের জনপ্রিয়টা আজও অটুট।

এ ছাড়া ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল দীনেশকে। শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দাতেও কাজ করেছেন দীনেশ। তাঁকে ‘সুপার ৩০’, ‘সরফরস’, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছিল।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল