ওয়েবে মুক্তি পেতে চলেছে ‘অন্তর্দ্বন্দ্ব’

নিজস্ব প্রতিনিধি : ২৬ শে জুন ‘ক্লিক’-এ মুক্তি পেতে চলেছে ক্লিক অরিজিনাল মুভি ‘অন্তর্দ্বন্দ্ব’। ছবির পরিচালক সন্দীপ সরকার। অভিনয় করেছেন জয় সেনগুপ্ত,মধুমিতা সরকার,চন্দন সেন,মিঠু চক্রবর্তী,বিশ্বজিত চক্রবর্তী প্রমুখ।

ছবির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন মধুমিতা সরকার। সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এক ছোট শহরের শিক্ষিত সরল মেয়ে পৃথার জীবনের কাহিনি উঠে এসেছে ছবিতে।

এক বিবাহ সংক্রান্ত সাইটের বিজ্ঞাপন দেখে বাবা-মা পৃথার বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর পৃথার জীবন অন্য দিকে বাঁক নেয়।এরপর কি হয় জানতে হলে আর কয়েকদিন অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন : এক ছবিতে ধরা দেবে ফেলুদা, শঙ্কু সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে সন্দীপ রায়ের নতুন ছবি

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল